বছর ঘুরে আবার ফিরে এল অভিনেত্রী মানসী সিনহার জন্মদিন। সাধারণত এই দিনটা কেক কেটে, বন্ধু-পরিবারের সঙ্গে হইচই করে কাটান অনেকেই। তবে মানসীর জন্মদিনের চিত্রটা এবার একটু আলাদা। আজ নয়, আগামীকাল পরিবারের সঙ্গে জমিয়ে উদযাপন হবে বলেই জানালেন তিনি। স্বামী ফিরবেন কলকাতায়, আর তাতেই হবে আসল সেলিব্রেশন। ছোট ছেলে নিজে হাতে রান্না করবে পোলাও আর মাংস, এমনটাই প্ল্যান।
বাংলা ধারাবাহিকে যাঁরা নিয়মিত চোখ রাখেন, তাঁদের কাছে মানসী সিনহা এক অত্যন্ত পরিচিত মুখ। বহু বছর ধরে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। ‘মা’, ‘বৌমা’, ‘অপরাজিতা’-সহ অসংখ্য সিরিয়ালে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। তবে গত কয়েক বছরে ছোটপর্দায় আর তেমন দেখা যাচ্ছে না তাঁকে। দর্শকদের মনে প্রশ্ন জেগেছে— কোথায় গেলেন মানসীদি?
আসলে অভিনয়ের পাশাপাশি নতুন দায়িত্ব কাঁধে নিয়েছেন মানসী। বড়পর্দায় এখনও তাঁকে দেখা গেলেও, তিনি এখন অনেকটাই মন দিয়েছেন পরিচালনার কাজে। নিজের পছন্দের গল্প নিয়ে কাজ করতে ভালবাসেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও সফল হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। ফলে ছোটপর্দার নিয়মিত কাজ থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানসী স্পষ্ট জানালেন, “আমি আর সিরিয়াল করব না।” এই কথার পেছনে আছে একান্ত ব্যক্তিগত কারণ। পায়ে সমস্যা রয়েছে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে বা বসে থাকা সম্ভব নয় আর আগের মতো। অভিনেত্রী বললেন, “অনেক বছর সিরিয়ালে কাজ করেছি, এখন আর ধৈর্য্য নেই। তাছাড়া ভবিষ্যতে আরও কাজ করতে হলে, ধীরে চলাই বুদ্ধিমানের কাজ।” অর্থাৎ কাজের প্রতি আগ্রহ আছে, তবে ধারাবাহিক নয়, এবার বেছে বেছে কাজ করতে চান তিনি।
আরও পড়ুনঃ জবর খবর! এবার জুটিতে ফিরছেন হানি ও সন্দীপ্তা! তবে কি শেষ হচ্ছে শুভ বিবাহ?
অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা আজও অটুট। যদিও ধারাবাহিকে আর ফিরছেন না মানসী সিনহা, তবু দর্শকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা অসীম। “ধারাবাহিকের দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সেটা কোনও দিন ভুলব না।” জন্মদিনে কেক না কেটে জীবনের নতুন মোড়ে পা রাখার কথা জানালেন তিনি। এমন ব্যক্তিগত সিদ্ধান্ত হয়তো নীরব, কিন্তু তা ভীষণভাবে শক্তিশালী, হৃদয়ের গহীন থেকে উঠে আসা।