সারাজীবন নীলের জন্য অপেক্ষা করব! নীলের প্রতি ভালোবাসা ব্যক্ত করল মেঘ! জমজমাট পর্ব ইচ্ছে পুতুলে

জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক প্রায় তার অন্তিম পর্যায়ে চলে এসেছে। এদিকে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে ইচ্ছে পুতুল ধারাবাহিক। বর রাজি, রাজি কনেও শুধু বাদ সাধেছে বাবা অর্থাৎ অনিন্দ্য বাবু। আজের পর্বেও চলছে সেই বিয়ে নিয়ে টালমাটাল পরিস্থিতি।

আজকের পর্বে মেঘ আজকের শো শেষ করে ভাবছে এই বিয়ের প্রসঙ্গে তখনই যিষ্ণু আসে মেঘকে জিজ্ঞাসা করে তার চিন্তার কারণ, যদিও মেঘ বিষয়টাকে একথা ওকথা বলে ঘুরিয়ে দেয়। অন্যদিকে নীলের বাড়িতে বিয়ে নিয়ে চলছে কথোপকথন। কাকা বিয়ে নিয়ে নিশ্চিন্ত হলেও গিনি চিন্তা ময়ূরীকে নিয়ে। সে সবাইকে ময়ূরীর কথা মনে করিয়ে দিয়ে বলে যে ময়ূরী কোনও সমস্যা করতে পারে।

প্রথমে সেই কথা সবাই উড়িয়ে দিলেও পরে গিনি কথায় গুরুত্ব দিয়ে পরে লাল বলেন যত দিন ময়ূরী বাইরে থাকবে তত দিনই আমরা নিরাপদে থাকতে পারবো। অন্যদিকে অনিন্দ্য বাবুও তার মেয়ের দুশ্চিন্তায় মগ্ন। মেয়ে কিছুতেই রাজি হচ্ছে না বিয়েতে সেই নিয়েই তার দুশ্চিন্তা। তিনি মধুমিতাকে বলেন এই বিয়েটাকে সিন না করলে হচ্ছিল না। তখন মধুমিতা তাকে বুঝিয়ে বলেন যে তাকে মেঘ নীলের বিয়ে টে থাকতেই হবে, নাহলে মেঘ এটা কোনও দিনও বিশ্বাস করবে না যে তিনি সত্যিই বদলে গেছেন।

মধুমিতা অনিন্দ্য বাবুকে বুঝিয়ে বলেন যে মেঘ এখনও নীলকেই ভালোবাসে তাই সে অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। তাই তিনিও যেনও আর এই বিয়ে নিয়ে আর মানা না করে বিয়েতে রাজি হয়ে যান। তখনই দরজায় ধাক্কায় মেঘ আর জিজ্ঞাসা করে বাবাকে যে তিনি আজ তার অনুষ্ঠান ছিল তার সেটা মনে আসে কিনা।

তখনই মেঘের মা মেঘকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন এবার তাকে বিয়ে করতেই হবে। নীল তার জন্য ঠিক নয়। তিনি তখন নীলের সম্পর্কে অনেক উল্টো পাল্টা কথা বলেন কিন্তু মেঘ তার প্রতিবাদ করে বলে যে সে প্রয়োজনে সারা জীবন নীলের জন্য অপেক্ষা করবে কিন্তু বিয়ে সে নীলকেই করবে।

তারপর মেঘ ঘরে আসে অনেক কান্নাকাটি করে। হতাশ হয়ে শেষমেশ সে নীলকে ফোন করে, এত রাতে মেঘের ফোন দেখে নীল ফোন তুলে চিন্তায় মেঘকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা তখন মেঘ তাকে একবারও ফোন না করার জন্য বলে তখন নীল অনুশোচনা বলে যে সে কোনও ভাবে মেঘকে বিরক্ত করতে চাইনা তখন মেঘ ভাবে সে কখনও নীলের ওপর বিরক্ত হবে না। তাহলে আপনাদের কি মনে হয় ভুল বোঝাবুঝি মিটিয়ে কি কাছাকাছি আসতে পারবে মেঘ আর নীল জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।

You cannot copy content of this page