অঙ্ক ভুলিয়ে ছাড়বে! ‘সাত’ বছর গল্প এগিয়ে ‘দশ’ বছরের স্মৃতিভ্রম ঘটে ২০২১ এর বদলে ২০১৪তে পৌঁছে গেল পর্ণা! সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক নিমফুল

জি বাংলার (Zee Bangla) সুপারহিট মেগা ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বেঙ্গল টপার ধারাবাহিক নিয়ে আশা ছিল সবারই। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ধারাবাহিকের নতুন ট্র্যাক। যেখানে দেখানো হচ্ছে সাত বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে নায়িকা পর্ণা।‌ নতুন প্লট তো পছন্দ হয়ইনি, উল্টে ‘চরম’ ভুলের কড়া কটাক্ষ ছুঁড়ছেন‌ দর্শক। চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে ভুলটা।

বেশ সুন্দর গতিতে এগোচ্ছিল নীল ফুলের মধু। দত্ত পরিবারকে দুই হাতে গুছিয়ে নিজের সংসার সাজিয়ে তুলেছিল পর্ণা। এরমাঝে সুইটির আগমন ইশার নতুন চক্রান্ত সবটাই মেনে নিয়েছিল দর্শক। পর্ণার মেয়েকে নিয়ে তার জীবন বৃত্ত ‌পছন্দ হচ্ছিল সবার। যথারীতি প্রত্যেক সপ্তাহে নম্বর বাড়তে বাড়তে, বেঙ্গল টপার হয়ে ওঠে নিম ফুলের মধু।

তবে অতিরিক্ত জনপ্রিয়তা পেয়ে ‘ভুল’ পদক্ষেপ নিয়ে ফেলল চ্যানেল। একই ট্র্যাকে না থেকে‌ ভিন্ন ট্রাকে পা রাখল জি বাংলার মেগা। আর সেটাই হলো কাল। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে সাত বছরের স্মৃতি ভুলে গেছে পর্ণা।‌ ২০২৪ সাল থেকে যদি সাত বছরের স্মৃতি ভুলে যায় ‌ তবে তো ২০২১ সালে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু দেখানো হচ্ছে, পর্ণা পৌঁছে গিয়েছে ২০১৪ সালে!

এটা কেমন করে সম্ভব! রাইটার কি ভুলে গেছেন সাত বছরের উল্লেখ করা হয়েছিল? নাকি সাত বলে দশ বছরের স্মৃতি উড়ে গেল পর্ণার মস্তিষ্ক থেকে? সরাসরি প্রশ্ন ছুঁড়েছেন দর্শকেরা। দেখানো হচ্ছে কত বড় ভুল চলছে নিম ফুলের মধুতে। এই নতুন ট্র্যাক বিরক্তির কারণ হয়েছে বহু নিম ফুলের মধু অনুরাগীর। “ভালো তো চলছিল, আবার এসব কেন”? বলছেন অনেকেই।

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে ঢুকেই হেঁসেলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন কৌশাম্বী! বউমার হাতে রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি মা!

ধারাবাহিকের নতুন ট্র্যাক সরাসরি প্রভাব ফেলেছে টিআরপিতে। এক ধাক্কায় বেঙ্গল টপার থেকে নিচে নেমে গিয়েছে জি বাংলার সুপারহিট মেগা। বেঙ্গল টপারের শিরোপা হারিয়ে নিচে নেমেছে ফুলকিও। জি বাংলাকে হারিয়ে টপে চলে গিয়েছে স্টার জলসা। ধারাবাহিক যদি এভাবেই চলতে থাকে, আরও জনপ্রিয়তা হারাবে নিম ফুল! বলছেন সকলেই।

 

You cannot copy content of this page