হঠাৎই খবর পেয়েছিলেন আর শুটিংয়ে না আসার!পর্দার ‘রূপা’ সাইনা চ্যাটার্জিকে কী মিস করছেন দর্শকরা?

বাংলা ধারাবাহিকের জগতে নতুন মুখদের জন্য সুযোগ পাওয়া যেমন চ্যালেঞ্জিং, তেমনি একটা জনপ্রিয় চরিত্রের অংশ হওয়াটা দারুণ অভিজ্ঞতাও বটে। নবাগত অভিনেত্রী সাইনা চ্যাটার্জি (Saina Chatterjee) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে রূপার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রথম কাজেই তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল, যদিও গল্পের মোড় ঘুরতেই ধারাবাহিক থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে, কিন্তু দর্শকদের হৃদয়ে রূপার উপস্থিতি এখনো রয়ে গেছে।

ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী বা মডেল হওয়ার, তবে এত তাড়াতাড়ি বড় সুযোগ পাবেন, তা তিনি নিজেও ভাবেননি। তাঁর বাবা ছিলেন তাঁর প্রথম গুরু, যিনি তাঁকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়েছিলেন— কীভাবে সংলাপ বলতে হয়, এক টেকেই নিখুঁত শট দিতে হয়, আর সেই শেখার ফসল ছিলো তাঁর প্রথম অভিনয়ের অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘অনুরাগের ছোঁয়া’-তে তাঁর শেষ দৃশ্যের শুটিং হয়, তখন তিনি বুঝতেই পারেননি যে সেটিই তাঁর শেষ দিন।

তিনি বলেন, “আমি জানতাম না যে ওটা আমার শেষ সিন, যখন ওরা বলল এই সিনে চোখে জল লাগবে, আমি এতটাই ইমোশনাল ছিলাম যে নিজের থেকেই চোখে জল এসে গিয়েছিল।” দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি অনুভব করেন, রূপা চরিত্রটি যেন তাঁর জীবনেরই একটি অংশ হয়ে গেছে। রূপার চরিত্র নিয়ে বলতে গিয়ে সাইনা জানান, “রূপা অত্যন্ত কেয়ারিং মেয়ে, আর খুব ভালো বন্ধু হওয়ার মতো। রূপা যদি বাস্তবে থাকত, তাহলে সে আমার বেস্ট ফ্রেন্ড হতো!” দর্শকরাও তাঁর সঙ্গে একমত। অনেকে তাঁকে মেসেজ করে জানান, তাঁরা রূপাকে খুব মিস করছেন।

সাইনার কাছেও এই চরিত্রটি বিশেষ কিছু। তিনি বলেন, “আমি নিজেও রূপাকে খুব মিস করি।” বর্তমানে অভিনয়ের বাইরে নিজের পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন সাইনা। তিনি জানান, ভবিষ্যতে যদি অভিনেত্রী না হতে পারেন, তবে সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তিনি মনে করেন, মানুষের মনের জটিলতা বোঝার কাজটিও অভিনয়ের মতোই আকর্ষণীয় হতে পারে। তবে তাঁর অভিনয় যাত্রা এখানেই শেষ নয়।

আরও পড়ুনঃ “আমার লেখার ধরন আলাদা, চারজন লোক কম দেখলে কিছু হবে না!”—‘চিরসখা’তে পরকীয়া প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন লীনার!

ভবিষ্যতে কোথায় দেখা যাবে তাঁকে? এই প্রশ্নের উত্তরে সাইনা রহস্য রেখে বলেন, “ওটা বরং চমক থাকুক দর্শকদের জন্য!” তবে তাঁর ভক্তরা নিশ্চিতভাবেই পর্দায় আবারও তাঁর ফিরে আসার অপেক্ষায় থাকবেন। ‘অনুরাগের ছোঁয়া’-তে রূপার চরিত্র যতটা ভালোবাসা পেয়েছে, সাইনার ভবিষ্যৎ প্রকল্পও ঠিক ততটাই দর্শকদের মন জয় করবে—এমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা। আপনারাও কি সাইনাকে মিস করেন?

You cannot copy content of this page