স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager chhowa) দুই বছর পূর্ণ করেও দর্শকদের মনোরঞ্জনে অটুট। সূর্য-দীপা জুটির ভালোবাসা এবং টানাপোড়েনই ধারাবাহিকটির মূল আকর্ষণ। গল্পের প্রতিটি নতুন মোড় দর্শকদেরকে বসিয়ে রাখে টিভির সামনে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
সম্প্রতি ধারাবাহিকটি পেয়েছে সময়ের লিপ। সূর্য-দীপার দুটি মেয়ে সোনা এবং রূপা বড় হয়েছে। তাদের মধ্যেকার টানাপোড়েন, রূপার মায়ের প্রতি অপছন্দ এবং সোনার নিজের অবস্থান দর্শকদের মধ্যে এক ভিন্ন উত্তেজনা সৃষ্টি করেছে। তার সঙ্গে এসেছে মিকা নামের এক নতুন চরিত্র, যে ষড়যন্ত্র করে সূর্য-দীপাকে বিপাকে ফেলার চেষ্টা করছে।
গল্পে নিত্যনতুন নাটকীয় মোড় যোগ করার জন্য ‘অনুরাগের ছোঁয়া’-র নির্মাতারা পরিচয় করিয়েছেন নতুন একটি প্লট। সোনা এবং রূপার জীবনে আসতে চলেছে এক ত্রিকোণ প্রেমের গল্প। তাদের মনের মানুষকে ঘিরে শুরু হতে চলেছে নতুন দোটানা। এই নতুন গল্পের সূত্র ধরে দর্শকদের সামনে আসতে চলেছে এক নতুন চমক।
ধারাবাহিকের নতুন মোড়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রবেশ করছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। তার চরিত্রটি সোনা ও রূপার জীবনে কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়েই গল্প আরও জটিল হয়ে উঠবে। ইতিমধ্যেই প্রোমোর মাধ্যমে ঋষভের প্রবেশ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তার উপস্থিতি গল্পের গতি সম্পূর্ণ বদলে দেবে।
আরও পড়ুনঃ ‘দেবের কাছে নতুনরা শুধুমাত্র কাজ পায় তা নয়, যথাযোগ্য সম্মানও পায়!’ সব প্রযোজকদের থেকে কি দেবকে এগিয়ে রাখলেন ইধিকা?
এই নতুন চমকের মাধ্যমে ‘অনুরাগের ছোঁয়া’ আবারও টিআরপি তালিকার শীর্ষে উঠে আসার চেষ্টা করছে। সোনা-রূপার প্রেমের রাজনীতি এবং তাদের পারিবারিক জীবনের টানাপোড়েন নিয়ে এগোতে থাকা গল্প দর্শকদের আরও আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন মোড় কীভাবে সূর্য-দীপার সম্পর্ক এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করে।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!