ছোটপর্দায় বড় সত্য! বেআইনি আর্থিক সংস্থার কেলেঙ্কারির রহস্য নিয়ে আসছে ‘লক্ষ্মীর ঝাঁপি’! শুধু গল্প নয়, বাংলা ধারাবাহিকে এবার বাস্তবের প্রতিধ্বনি!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) ইতিহাসে এক সময় এমন বহু ছবি তৈরি হয়েছে যেগুলোর পিছনে অর্থ জুগিয়েছিল বেআইনি আর্থিক সংস্থা (Chit Fund Scam)। সেই সংস্থাগুলোর প্রতারণার জেরে অসংখ্য মানুষ সর্বস্বান্ত হলেও, বড়পর্দায় আজ পর্যন্ত এই বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরার ঝুঁকি খুব একটা কেউ নেয়নি। অথচ এই কেলেঙ্কারি নিয়ে উচ্চ আদালত থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্তরে মামলা এখনও চলছে। তবে এবার সেই সাহস দেখাতে চলেছে ছোটপর্দা। স্টার জলসার পর্দায় প্রযোজক-পরিচালক সৃজিত রায় আনছেন নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi), যা সরাসরি এই বিতর্কিত অথচ বাস্তব সমস্যাকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে।

এই ধারাবাহিকের গল্পের কেন্দ্রে রয়েছে এক সাধারণ চাকুরিজীবী, যিনি একটি বেআইনি আর্থিক সংস্থায় কাজ করেন। মেয়ের বিয়ের তোড়জোড় চলছে, ঠিক তখনই তাঁর চাকরি নিয়ে প্রশ্ন ওঠে, সমাজের চোখে হেয় হতে হয় তাঁকে। বিয়ে ভেঙে তাঁর মেয়ে কীভাবে বাবার পাশে দাঁড়ায়, সেই মানবিক টানাপোড়েন নিয়েই এগোবে গল্প। বহু পরিবারের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই গল্প। শুধু একজন কর্মী ছিলেন বলেই মেয়ের বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিন নষ্ট হয়েছে, সেই নিদারুণ অভিজ্ঞতা এবার উঠে আসবে ছোটপর্দার পর্দায়।

এই চরিত্রেই দেখা যাবে শুভস্মিতা মুখোপাধ্যায়কে, যিনি এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’-এ ঐশানীর চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি প্রচুর খবরের কাগজ পড়েছেন, বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেছেন। যাঁরা এই সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবু শুধুমাত্র কর্মী হিসেবে সমাজের চাপে আত্মহননের পথ বেছে নিয়েছেন— সেই সত্যগুলো তাঁকে আবেগে আচ্ছন্ন করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এমন অনেক মানুষ আছেন যারা মাশুল গুনেছেন শুধুমাত্র সেই চাকরি করার কারণে।

অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তিনি কারও সঙ্গে সরাসরি কথা না বললেও, পুরনো ঘটনার বিশ্লেষণ করেই তৈরি হয়েছেন চরিত্রে ঢোকার জন্য। তাঁর মতে, একটা পরিবারের প্রতিনিধি হয়ে অভিনয় করছেন তিনি, আর এই চরিত্রে নিজের আবেগ আর উপলব্ধির ছাপ রাখার চেষ্টা করছেন সর্বতোভাবে। পাশে থাকছেন সৌরভ চক্রবর্তী, যিনি দীর্ঘদিন পর এই ধারাবাহিকে প্রধান পুরুষ চরিত্রে ফিরছেন। শুভস্মিতার মতে, দক্ষ সহঅভিনেতা থাকলে সংলাপ আদানপ্রদান আরও জীবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ ছেলেকে নিয়ে একাকী জীবন, এবার জীবনসঙ্গী পেলেন পিঙ্কি! জীবনে অশান্তির শেষে ‘শান্তি’র আগমন, পিঙ্কির জীবনে নতুন ইনিংস! কি জানালেন অভিনেত্রী?

প্রযোজক সৃজিত রায় জানিয়েছেন, এই ধারাবাহিক কোনও বিতর্ক উস্কে দেওয়ার জন্য নয়। বরং মানুষের সঞ্চয়ের গুরুত্ব এবং সেই বিশ্বাস কীভাবে ঠকবাজি দ্বারা ভেঙে পড়ে, সেটাই এই গল্পের মর্ম। “প্রত্যেকেই স্বল্প হলেও, সঞ্চয় করতে ভালোবাসেন।”— এই সত্যকে সামনে রেখেই নির্মিত হচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’। আগামী ৩০ জুলাই থেকে ৬:৩০ এ স্টার জলসায় সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। ইন্ডাস্ট্রির বহু অনালোচিত বাস্তব এবার ছোটপর্দায় তুলে ধরার সাহসিকতা দর্শক কতটা গ্রহণ করেন, সেটাই দেখার।