অভিনেতা-বিধায়ক ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) ও ‘পিঙ্কি বন্দ্যোপাধ্যায়’ (Pinky Banerjee) -এর সম্পর্ক একসময় ছিল জোড় আলোচনার বিষয়। দীর্ঘ দাম্পত্যের পর কাঞ্চনের জীবনে শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) আগমন ঘটে এবং সেখানেই তাদের প্রেম নতুন মোড় নেয়। সেই সম্পর্কের সূত্রেই ভেঙে যায় কাঞ্চন-পিঙ্কির সংসার। তাঁদের একমাত্র ছেলে ‘ওশ’, এখন টিনএজে পা রেখেছে। কিন্তু পিঙ্কির অভিযোগ, ছেলেকে এখন স্বীকার করেন না তার বাবা কাঞ্চন।
বর্তমানে পিঙ্কি একাই ছেলেকে বড় করে তুলছেন এবং নতুন কোনও সম্পর্কে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন না। জীবন নিয়ে তাঁর এই আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা অনেকের কাছেই অনুপ্রেরণা। কাঞ্চন বর্তমানে শ্রীময়ীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, রয়েছে একটি কন্যা সন্তানও। তবে, সম্প্রতি পিঙ্কির এক পোস্ট ঘিরে গুঞ্জন ওঠে— তবে কি জীবনে নতুন প্রেম এসেছে? আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? কিন্তু বাস্তব ছবিটা একটু ভিন্ন।
বিচ্ছেদের পর বহুদিন তিনি ক্যামেরার সামনে আসেননি, নিজেকে রেখেছিলেন ইউটিউবের নিজস্ব দুনিয়ায় সীমাবদ্ধ। তবে এবার ওটিটির হাত ধরেই তিনি আবার ফিরলেন অভিনয়ের মঞ্চে। না, টেলিভিশন নয়— এবার তিনি পা রাখলেন ওয়েব সিরিজের ঘরানায়, যেখানে গল্প একটু অন্যরকম, চরিত্রগুলো একটু বেশি বাস্তব, আর বিনোদনের মাত্রা নিখাদ। পিঙ্কির নতুন প্রজেক্ট ক্লিক অ্যাপের জনপ্রিয় ধারাবাহিক ‘বাড়ুজ্জ্যে ফ্যালিমি’।
পারিবারিক, দুষ্টু-মিষ্টি হিউমারে ভরপুর এই ধারাবাহিকে আগেও নানা চরিত্র এসেছে। এবার হাজির ‘সুখ’ আর ‘শান্তি’। গৃহসহায়ক ‘সুখ’-এর চরিত্রে আছেন জয়প্রকাশ পাল— যিনি রান্না জানেন, কবিতা বলেন এবং প্রেম করার অভিপ্রায়ও রাখেন। হঠাৎই দৃশ্যপটে আসেন শান্তি, যিনি দাবি করেন, তাকেই এই বাড়ির কাজের জন্য পাঠানো হয়েছে। শুরু হয় মজার ভুল-বোঝাবুঝি আর ‘সুখ-শান্তির’ কাহিনি। এই ‘শান্তি’র ভূমিকাতেই দেখা যাবে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে।
পিঙ্কি অনেকদিন পর এই সিরিজে ফিরলেন নতুন রূপে, নতুন এনার্জিতে। চরিত্রটি যেমন ঝাঁঝালো, তেমনই প্রাণবন্ত— দর্শকের মনে জায়গা করে নিতে যে দেরি হবে না তা স্পষ্ট। হাস্যরসে মোড়া দারুণ সব দৃশ্যে, বাড়ুজ্জ্যে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কেমিস্ট্রি ইতিমধ্যেই আলোচনায়। নিজের চরিত্র নিয়ে পিঙ্কি রীতিমতো উত্তেজিত। তিনি বলেন, ‘‘ক্লিকের সঙ্গে আমার দ্বিতীয় কাজ এটি। আগেরটাও ছিল স্পেশাল, ‘রূপকথার রেডিয়ো’।
আরও পড়ুনঃ কমলিনীকে ফাঁসাতে গিয়ে মা-ছেলে দুজনেই জালে! বিপাকে চন্দ্র, আদালতে মায়ের মুখ ফসকে সব ফাঁস! মাটিতে গড়াগড়ি খাচ্ছে চন্দ্রের সম্মান! এবার মানসিক হেনস্থার পাল্টা মামলার হুশিয়ারি কমলিনীর!
এবার ‘বাড়ুজ্জ্যে ফ্যালিমি’তে আমি ‘গ্রেট শান্তি’। যার আগমন মানেই কিছু না কিছু ‘অশান্তি’!’’ দর্শকদের উদ্দেশ্যে তাঁর সংযোজন, ‘‘পরিবার চাই? তবে চলে এসো বাড়ুজ্জ্যে ফ্যামিলিতে। না দেখলে কিন্তু বর্ষার ইলিশও মিস!’’ এমন প্রাণবন্ত ডায়ালগ আর অনবদ্য উপস্থিতি নিয়ে পিঙ্কি আবারও প্রমাণ করলেন, ক্যামেরার সামনে তিনি বরাবরই দুর্দান্ত। তাঁর এই নতুন পথচলাকে সাধুবাদ জানিয়েছেন অনেক অনুরাগীরাই সমাজ মাধ্যমে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।