সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয় হলো ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের (Pahalgam Incident) বৈসরণ উপত্যকায় ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার নৃশংস ঘটনার পরই দেশের সেনাবাহিনী এই অভিযান, যেখান সন্ত্রাসবাদীদের নির্মম গুলিতে একাধিক নিরীহ প্রাণ ঝরে যাওয়ার পর এই হামলার কড়া জবাব দেয় ভারতীয় জওয়ানরা।
আজ এই ‘অপারেশন সিঁদুর’ শুধু একটি সামরিক অভিযান নয়, দেশের আত্মসম্মান রক্ষার প্রতীক হয়ে উঠেছে। এবার এই প্রেক্ষাপটেই উঠে এলো এক সেনার স্ত্রীর জীবনের অজানা গল্প। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1) -এর মঞ্চে এবার আমন্ত্রিত সেই সাহসিনী, তাঁর নাম সুপর্ণা শাহ। যাঁর স্বামী ছিলেন ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম অংশ।
সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় বহু মহিলার জীবনের সংগ্রামের কাহিনি উঠে আসে এই মঞ্চে, আর এবার সেই তালিকায় যুক্ত হল সেনার স্ত্রী সুপর্ণার জীবনের অধ্যায়। সম্প্রতি এই বিশেষ পর্বের এক ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবং ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। মঞ্চে সুপর্ণা জানান, যখন গোটা দেশ নিশ্চিন্তে ঘুমায়, তখন দেশের সুরক্ষায় জেগে থাকেন তাঁর স্বামী ও তাঁর মতো আরও বহু জওয়ান।
ঘুম আসে না তাঁর চোখেও, দিনরাত অপেক্ষা আর উৎকণ্ঠায় কেটে যায়। মেয়ের বয়স মাত্র চার বছর, অথচ বাবার কোলে ওঠার সেই মুহূর্ত সে এখনও পর্যন্ত ঠিকমতো পায়নি। কিন্তু কোনও আক্ষেপ নেই সুপর্ণার, বরং তাঁর মুখে স্বামীর জন্য গর্বের সুর। এই বিশেষ পর্বে সুপর্ণার মুখে উঠে আসবে আরও কিছু অজানা গল্প, যুদ্ধক্ষেত্রের পিছনে থাকা এক সাহসিনী স্ত্রীর মনের কথা। স্বামী যখন সীমান্তে, তখন বাড়ির সমস্ত দায়িত্ব একা হাতে সামলান তিনি।
আরও পড়ুনঃ নিজেকে প্রমাণ করতে বর্ষাকে ৭ দিন সময় দিল বুবলাই! এদিকে, মিটিলের বাড়িতে গিয়েও স্বতন্ত্রকে অপমান করলো বুবলাই! তবে, কমলিনী কি এই অপমানের প্রতিবাদ করবে?
দেশবাসী যখন শুধুই খবরের কাগজে যুদ্ধের হেডলাইন পড়ে, তখন সুপর্ণার মতন অনেক পরিবারের সদস্যরাই এই যুদ্ধে জড়িয়ে থাকেন গভীর আবেগ, ভয় আর গর্ব নিয়ে। আগামী ২৭ মে সম্প্রচারিত হবে ‘দিদি নাম্বার ওয়ান’-এর এই বিশেষ পর্ব। ‘অপারেশন সিঁদুর’-এর নেপথ্যের নায়িকা, হাজারো স্ত্রীর আত্মত্যাগ আমাদের দেশের আসল সম্পদ। এই পর্ব নিঃসন্দেহে প্রেরণা জোগাবে অসংখ্য দর্শককে।