ফুলকি-পরিণীতাকে পিছনে ফেলে পরশুরামের জয়জয়কার, কোন অবস্থায় জগদ্ধাত্রী ও রাণী ভবানীর?

বাংলা ধারাবাহিক মানেই আবেগের জগৎ, যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আপামর বাঙালি দর্শক। দিনের শেষে পরিবারের সকলে মিলে বসে প্রিয় ধারাবাহিকটি দেখা যেন একটা অদ্ভুত টান তৈরি করে দেয়। ছোটপর্দার চরিত্রগুলি যেন হয়ে ওঠে নিজের পরিবারেরই এক একজন সদস্য। তাদের হাসি, কান্না, সাফল্য, সংগ্রাম—সব কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে দর্শকের আবেগ। এই জন্যই বাংলা ধারাবাহিকের প্রতি ভালোবাসা কখনও ম্লান হয় না।

বাড়ির মা-কাকিমা থেকে শুরু করে কলেজ পড়ুয়া তরুণ-তরুণী, সকলের একটাই অপেক্ষা—সন্ধেবেলা কোন চ্যানেলে কোন সিরিয়াল দেখাবে! কখনও দাদুর সঙ্গে ‘রেটিং-এর লড়াই’, তো কখনও বন্ধুবান্ধবের সঙ্গে তর্ক—কোন চরিত্র সেরা, কে বেশি জনপ্রিয়, কোন গল্পে নতুন মোড় আসতে চলেছে। বাংলা সিরিয়ালের এই যাত্রা শুধু বিনোদনের নয়, বরং এক সামাজিক সংযোগও বটে।

আর এই আবেগের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে টিআরপি (TRP)। কারণ টিআরপি-ই বলে দেয় কোন ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা করে নিয়েছে। প্রতি সপ্তাহে এই টিআরপি রেটিং প্রকাশিত হওয়ার পর শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। কে শীর্ষে, কার গল্প জমলো বেশি, কোন চরিত্র দর্শকের হৃদয়ে দাগ কাটলো—এই নিয়ে চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়, চায়ের দোকানে, অফিসের ব্রেক টাইমে। কে প্রথম, কে পিছিয়ে পড়লো—এই লড়াই যেন টানটান উত্তেজনার এক বাস্তব ছবি।

এই সপ্তাহের টিআরপি তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে পরশুরাম (BT)। ধারাবাহিকটির স্কোর ৭.২, যা অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ ও ‘পরিণীতা’, দুটির স্কোরই ৬.৯। তৃতীয় স্থান ভাগ করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘রাণী ভবানী’, স্কোর ৬.৮। ‘চিরসখা’ আছে চতুর্থ স্থানে, তার স্কোর ৬.৫। পঞ্চম স্থানে উঠে এসেছে ‘রাঙামতি’, স্কোর ৬.৩।

আরও পড়ুনঃ “অভিনয় করার শাস্তি ছিল সবার সামনে বাবার হাতে মা’র!”— ঋতা দত্ত চক্রবর্তী ফাঁস করলেন তিক্ত অভিজ্ঞতা! অভিনয়ের টানে অ’ত্যাচারিত, তবুও থামেননি তিনি! ৩৭ বছরের লড়াই আজ এক প্রেরণার নাম এই অভিনেত্রী! জানেন অভিনেত্রীর জীবনের অজানা অধ্যায়?

দেখে নেওয়া যাক আজকের টিআরপি লিস্ট (TRP List):
1st •• পরশুরাম (BT) — 7.2
2nd •• ফুলকি, পরিণীতা — 6.9
3rd •• জগদ্ধাত্রী, রাণী ভবানী — 6.8
4th •• চিরসখা — 6.5
5th •• রাঙামতি — 6.3
Trending: দাদামণি — 5.1

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।