জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিক বর্তমানে বেঙ্গল টপার। টিআরপি (TRP) তালিকায় যেন ছুটছে মেগার জনপ্রিয়তা। এমন সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চ্যানেলের। বদলে যাচ্ছে ধারাবাহিকের ট্র্যাক। পর্ণা স্মৃতি হারাবে। নতুন করে আবার দত্ত বাড়ির গল্প শুরু হবে নিম ফুলের মধুতে।
ধারাবাহিকে দেখা যাচ্ছে,অ্যাক্সিডেন্টের ফলে হসপিটালে অ্যাডমিটেড আলোকপর্ণা। ফুটফুটে মেয়ে ও পার্টনার সৃজনকে চিন্তায় রেখে চিকিৎসা চলছে দত্ত বাড়ির বউয়ের। এমন পরিস্থিতিতে ষড়যন্ত্রকারী ইশা ঠিক করে পর্ণাকে মেরে ফেলতে হবে। হসপিটালে বাড়ির লোকজন যখন চা খেতে যায়, ঠিক তখনই অয়নকে বুঝিয়ে সুুঝিয়ে পর্ণার কেবিনে পাঠায় ঈশা।
তবে অয়ন পর্ণাকে মারতে গেলেও একঝলকে মনে পড়ে যায়, বুবাইকে কিভাবে বাঁচিয়েছিল তাঁর ভাইয়ের বউ। তাই পর্ণাকে খুন না করেই রুম থেকে বেরিয়ে আসে অয়ন। ঠিক তারপরই কেবিনে প্রবেশ করে নার্সেরা। পর্ণার তখন ধীরে ধীরে জ্ঞান ফিরছে। তাই দত্ত বাড়ির সবাইকে ডেকে পাঠানো হয়। ছুটে যায় সৃজন। পর্ণার জন্য রাতের ঘুম উড়েছে তার।
আরও পড়ুন: “আমি খুব বায়না করি,” “আমরা দুজনেই সমস্ত কিছু সামলাই। ফিফটি ফিফটি” শৌর্য্যকে ছেড়ে রাহুলকে নিয়ে গদগদ পর্দার নীলু!
অন্যদিকে, অয়ন পর্ণাকে মারতে পারেনি বলে মাথা চাপরাতে থাকে ঈশা। ভাবতে থাকে অন্য কাউকে এই দায়িত্ব দিলে সে হয়তো চিরতরে এই পৃথিবী থেকে পর্ণাকে সরিয়ে দিতে পারত। নিজের নির্বুদ্ধিতায় আফসোস করতে থাকে ঈশা। এমন সময় জ্ঞান ফিরছে দত্ত বাড়ির বউয়ের। সবাই অপেক্ষায় আছে পর্ণা কি উত্তর দেয় তার জন্য।
পর্ণার জীবনে ঘটল অবাক করা কাণ্ড
কিন্তু ঘটলো এক অবাক কান্ড। পর্ণার মাথার কাছে দাঁড়িয়ে থাকা সৃজনকে দেখে চিনতে পারল না পর্ণা! আর তারপরই জানা যায় পর্ণার স্মৃতি লোপ পেয়েছে। ডাক্তার বলেন, প্রায় দশ বছরের স্মৃতি মুছে গিয়েছে পর্ণার স্মৃতি থেকে। এখন সে নিজেকে কলেজ স্টুডেন্ট ভাবছে। আর এখান থেকেই শুরু হবে ‘নিম ফুলের মধু’তে পর্ণার দ্বিতীয় ইনিংস।






ধ’র্ষণ এ যুগেও আছে, রামের সময়েও ছিল, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ, ধর্ষ’ণ করতে না পারলেও ওকে অচ্ছুৎ করে দিয়েছিল! অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর ধ’র্ষণ মন্তব্যে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া