দোল উৎসবের আনন্দ পরিণত হল আতঙ্কে! ভাঙের নেশায় মাতাল পারুল, মৃত্যুফাঁদ পারুলের জন্য ! রায়ান কি পারবে পারুল কে বাঁচাতে?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক “পরিণীতা”(parineeta) শুরু থেকেই দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে। পারুল ও রায়ানের সম্পর্ক, পারিবারিক দ্বন্দ্ব, প্রেম-প্রতারণার দোলাচলে জমজমাট হয়েছে গল্প। শিরিনের ষড়যন্ত্র ও পারুলের বিরুদ্ধে নানা চক্রান্ত গল্পে নতুন মোড় এনেছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে উত্তেজনার পারদ আরও চড়েছে, যেখানে উৎসবের আনন্দের মাঝেই ঘটতে চলেছে এক বড় ঘটনা!

পর্বে শুরুতেই দেখা যায় রায়ান ও পারুল পরিবার নিয়ে যেই রিসোর্টে দোল উৎসব কাটাতে গিয়েছে, যেখানে উপস্থিত হয় ফুলকি, রাই এবং আলোক পার্না। আনন্দ-উৎসবের মাঝেই নতুন এক প্রতিযোগিতা শুরু হয়, যেখানে দু’টি কাপল বেছে নেওয়া হয়—রায়ান-পারুল ও রুক্মিণী-গোপাল। এই ঘোষণার পরেই বাধা দেয় শিরিন! সে প্রকাশ্যে বলে ওঠে, পারুলকে কেন বেছে নেওয়া হচ্ছে? শিরিনের বন্ধু ঘটনাটি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেও, আলোক পার্না জানিয়ে দেয় যে নাম একবার ঘোষণা হয়ে গেলে তা বদলানো যায় না। এরপর পারুল ও রায়ান সহ বাকি প্রতিযোগীরা স্টেজে উঠে নাচ-গানে মেতে ওঠে।

Tollywood actress Tanaya Mukherjee, Sreetama Mukherjee, Parineeta, Neem Phooler Madhu, Zee Bangla, serial, Bengali serial, entertainment, টলিউড অভিনেত্রী, তনয়া মুখার্জি,শ্রীতমা মুখার্জি,পরিণীতা, নিম ফুলের মধু, জি বাংলা, ধারাবাহিক, বাংলা সিরিয়াল

এদিকে, পার্টিতে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। শিরিন রাগের বশে ভুল করে ভাং খেয়ে ফেলে, আর অন্যদিকে রায়ানও নিজের অজান্তে মদদাও নেশাগ্রস্ত হয়ে পড়ে। মদ্যপ অবস্থায় শিরিন রানীকে জোর করে ঘরে নিয়ে যায় এবং বলে, সে রায়ানকে চুমু খাবে! কিন্তু রায়ান তাতে রাজি না হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই রিসোর্টে শোনা যায় পারুলের চিৎকার!

আরও পড়ুনঃ মায়ের থেকেই এই স্বভাব পেয়েছে মেয়ে! কোয়েলের কোন আজব স্বভাবের কথা ফাঁস করলেন রঞ্জিত মল্লিক? জানলে অবাক হবেন

পারুল যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তখন একজন লোক তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। প্রথমে সে ভাবে, এটি হয়তো রায়ান, কিন্তু পরে বুঝতে পারে সে ভুল করেছে। সেই লোকটি হঠাৎই পারুলের শ্বাসরোধ করার চেষ্টা করে! সে প্রাণপণে চিৎকার করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রায়ান দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং দেখে, পারুল মেঝেতে লুটিয়ে পড়েছে!

এই শ্বাসরুদ্ধকর মুহূর্তের পর এখন বড় প্রশ্ন—পারুল কি বাঁচতে পারবে? রায়ান কি সেই দুষ্কৃতীকে ধরতে পারবে? শিরিন কি নতুন কোনো চক্রান্ত করবে? সব উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে!