রঞ্জিত মল্লিক (Ranjit Mullik), টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দাপুটে অভিনেতা। তবে, রঞ্জিতবাবুর পরবর্তী প্রজন্ম বর্তমানে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনেত্রীর নাম কোয়েল মল্লিক (Koyel Mullik)। ব্যক্তিগত জীবনের জন্য বিনোদন জগত থেকে বেশ কিছুদিন বিরতিতে থাকলেও এখন চুটিয়ে অভিনয় করছেন রঞ্জিত কন্যা।
কোয়েল বারে বারে নিজেকে নতুন রূপে মেলে ধরেছে দর্শকদের সামনে। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত মিতিন মাসির সিকুয়েল নিয়ে। সম্ভবত, আগামী পুজোতে মুক্তি পাবে মিতিন মাসি। তবে, ঝাঁ চকচকে দুনিয়ার গ্ল্যামারাস অভিনেত্রীর এবার কিছু গোপন তথ্য নিয়ে মুখ খুললেন রঞ্জিতবাবু।
অফ স্ক্রিন হোক কিংবা অন স্ক্রিন বাবা-মেয়ের জুটির খুঁনসুটি চলতেই থাকে। এমন দৃশ্য দেখতেই অভ্যস্ত বাংলার দর্শক। বাংলার এক টক শোতে নিজের মেয়ের সম্বন্ধে কথা বলতে গিয়ে কিংবদন্তি অভিনেতা রঞ্জিতবাবু জানালেন, তাঁর মেয়ে সব কিছুতেই বড্ড দেরি করে। এই স্বভাব নাকি সে তাঁর মায়ের কাছ থেকে পেয়েছে। কিন্তু, এই কথার আবার তীব্র প্রতিবাদও করেছেন কোয়েল।
আরও পড়ুনঃ আদৃত জেনে গেল নিজের পরিচয়! এবার কি সে ফিরবে শুভর কাছে? “গৃহপ্রবেশ” এর আজকের পর্ব জমাটি
বলাই বাহুল্য, ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আজ অবধি কোনো বিতর্কের সৃষ্টি হয়নি তাদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। স্বভাবে অভিনেত্রী বরাবরই ভীষণ স্পষ্ট। কাজ ছাড়া অভিনেত্রীকে সেই অর্থে লাইমলাইটে দেখা যায় না। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত তাঁর দুই সন্তানকে নিয়ে।
প্রসঙ্গত, কোয়েল অভিনয়ে জীবনের প্রাথমিক সময়ে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করার কথা ছিল কিসিং স্টার ইমরান হাসমির। তবে, সেই সুযোগকে প্রত্যাখ্যান করেন তিনি। পরবর্তীকালে ইমরান হাসমির সঙ্গে সেই সিনেমাতেই অভিনয় করতে দেখা গেছে কঙ্গনা রানাওয়াতকে। ছবি নাম ‘গ্যাংস্টার’।