‘সাহেবের চিঠি’ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় প্রতীক সেনের জয়জয়কার! ‘শঙ্খের থেকেও সাহেব সেজে ভালো লাগছে’, বলছেন নেটিজেনরা

গত সোমবার থেকে ষ্টার জলসায় এসেছে নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি।’ ইতিমধ্যেই দর্শকদের ভালো লেগে গেছে এই ধারাবাহিক। এখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন এবং অপরদিকে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

দর্শক দু’জনকেই ভালোবেসেছেন এর আগে ‘মোহর’ এবং ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে। মাত্র কয়েকটি এপিসোডের মধ্যেই প্রতীক সেন এই ধারাবাহিকে দর্শকদের নয়ণের মনি হয়ে উঠেছেন। সাহেব আর চিঠি দুজনের অভিনয়ই মন কাড়ছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতীক সেনের অভিনয় নিয়ে চর্চা।

অনেকে লিখছেন, ‘অবিশ্বাস্য! কিভাবে এমন অভিনয় করতে পারেন কেউ।’ এছাড়া ‘আউটস্ট্যান্ডিং’, ‘দারুন’ তো রয়েছে কমেন্টের ঝুলিতে। আবার অনেকে বলছেন প্রতীক চোখের এক্সপ্রেশনটাই যথেষ্ট। এরপর নিশ্চই অভিনেতার প্রতি দর্শকদের ভালোবাসা কতটা বলতে হবে না।প্রত্যেক সপ্তাহের সোম থেকে রবি সন্ধ্যে ৬.৩০ টায় এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে।

You cannot copy content of this page