প্রে’গ’নেন্ট অবস্থায় পরীক্ষা দিতে এসে দেরি রাণীর! পরীক্ষক কি বসতে দেবে?
বাংলা টেলিভিশনে জগতের বিনোদন চ্যানেলগুলির মধ্যে অন্যতম স্টার জলসা (Star Jalsha)। আর এই চ্যানেলেই অহরহ নতুন ধারাবাহিকের আগমনে বিদায় নিচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। টিআরপি (TRP) তালিকায় টপ টেনে স্থান ধরতে না পারার জন্য মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে নতুন পুরোনো একাধিক সিরিয়াল।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রাণী’। এক মায়ের ডাক্তার হওয়ার স্বপ্নের আবর্তে তৈরি হচ্ছে এই গল্প। অন্তঃসত্ত্বা হওয়ার পর মহিলাদের অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়। প্রয়োজনে ছাড়তে হয় চাকরি। রাশ টানতে হয় নিজের স্বপ্নের উড়ানের। সমাজের এই নিয়মের ছক ভেঙে তাই বিপরীত স্রোতে হেঁটেছে রাণী। শুরু থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে এই সিরিয়াল।
সম্প্রতি ধারাবাহিকের চলছে টান টান উত্তেজনা। প্রথম পর্ব থেকেই দর্শকমহলে সাড়া ফেলেছিল এই ধারাবাহিক। নবাগত অভিনেত্রী অভীকা মালাকার ও ওভিনেতা অর্কপ্রভ রায়ের রসায়নে মন মজেছে ধারবাহিকের দর্শকদের। এক ডাক্তার ও এক হবু ডাক্তারের প্রেম দিয়েই শুরু এই ধারাবাহিক। একজন মেয়ে সংসার সামলেও কীভাবে নিজের স্বপ্ন পূরণ করছে তাই দেখানো হবে এই সিরিয়ালে।
টিআরপি বলছে স্লট লিডার এই মেগা সিরিয়াল। ইতিপূর্বে আমরা জেনেছি, রাণী ও তাঁর স্বামী দুর্জয়ের মিষ্টি প্রেমের গল্পে আসতে চলেছে নতুন অতিথি। প্রেগন্যান্ট অবস্থাতে পরীক্ষা দিতে এসে বিপদে পড়ল রাণী। পরীক্ষা দিতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল রাণী। চোখ খুলতে এসে দেখে সে একটি হাসপাতালে এবং ডাক্তার তাকে জানাই সে গর্ভবতী। এ কথা শুনে অবাক হয়ে যায় রাণী। অন্যদিকে, রীতমের কাছে দুর্জয় খোঁজ করতে থাকে রাণীর। জানতে চায় রাণী তাঁকে কিছু জানিয়েছে কিনা।
এদিকে মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষা দিতে পরীক্ষার হলে, দেরি করে পৌঁছয় রাণী। তাকে দেরি করে ঢুকতে দেখে পরীক্ষক বলেন তুমি জানো না পরীক্ষা দেওয়ার নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। এখানেই শেষ হয় এদিনের পর্ব। রাণীর সামনে এখন বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হল, প্রেগনেন্সি কি রাণীর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়াবে? বাড়ির সকলকে উপেক্ষা করে,গর্ভবতী অবস্থায় সে কি পারবে পরীক্ষা দিতে?