সিরিয়ালের পার্শ্ব চরিত্র থেকে সোজা সিনেমা! কোন অভিনেতার সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্য

বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। নিজের অভিনয়ের দক্ষতায় তিনি বারবার মুখ জয় করে নিয়েছেন দর্শকদের। খল চরিত্র হোক বা পার্শ্ব চরিত্র অভিনেত্রীর অভিনয় বারবার মুগ্ধ করেছেন ছোটপর্দার দর্শকদের। বর্তমানে যদিও ধারাবাহিক অনুরাগীদের কাছে পুতুল নামের পরিচিত অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)।

অর্গানিক স্টুডিওর প্রযোজিত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথায় পুতুলের চরিত্রে তার অভিনয় তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।ধারাবাহিকটির মুখ্য ভূমিকা চরিত্রাভিনেত্রী মানালি দের অভিনয়কেও চাপিয়ে গেছে পুতুল চরিত্রে শ্রীতমার অভিনয়। বর্তমানে বাংলার ঘরে ঘরে পুতুল নামিয়ে পরিচিত হয়ে উঠেছেন শ্রীতমা। মা ধারাবাহিকের ঝিলিকের চরিত্রে মাধ্যমেই ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন শ্রীতমার।

বাংলার অতি জনপ্রিয় এই ধারাবাহিকটিতে তার অভিনয় আজও একইভাবে মনে রেখেন দর্শকরা। যদিও এরপর লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা স্টার জলসার ইচ্ছে নদী ধারাবাহিকে অদ্রিজার মতো খল চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিপুল প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী শ্রীতমা। তবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে একজন স্পেশাল চাইল্ডের চরিত্রটি তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

আসছে শ্রীতমা ভট্টাচার্যের নতুন সিনেমা, কে অভিনয় করছেন শ্রীতমার বিপরীতে?

তবে এবার ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী শ্রীতমা। খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে পরিচালক রাজর্ষি দের পরিচালিত আবার কাঞ্চনজঙ্ঘার সিক্যুয়েল। যদিও জানা গেছে এই ছবিটির নাম হতে চলেছে এবার দার্জিলিং। এই ছবিটির হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী শ্রীতমা। জানা গেছে আসন্ন এই সিনেমায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাব শ্রীতমাকে। তাছাড়াও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহানের মতো একাধিক জনপ্রিয় তারকাদের দেখা মিলবে এই সিনেমাটিতে। জানা গেছে ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত।

আরও পড়ুন: বাগদানের পরেও ঘরবাঁধার স্বপ্ন ভেঙে চুরমার সুস্মিতা-অনির্বাণের! অন্য সম্পর্কে নাকি জড়িয়েছেন পর্দার কথা!

এবার দার্জিলিং নিয়ে কি বললেন শ্রীতমা ভট্টাচার্য

আসন্ন এই সিনেমার প্রসঙ্গে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন “এই আমায় এই ছবিতে একজন পাহাড়ি মেয়ের চরিত্রে দেখা যাবে। যে একটি রিসর্টের মালকিন। এই রিসর্টে একটি পরিবার বেড়াতে আসবে। আর সেখান থেকে শাশ্বতদার (শাশ্বত চট্টোপাধ্যায়) সঙ্গে একটা সম্পর্ক এগোবে গল্পে।” অভিনেত্রী এও বলেন “জীবনের প্রথম ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। শুধু তাই নয়, ছবিতে বাকি তারকাদের সঙ্গে কাজ করতে পারব ভেবেই আমার খুব ভালো লাগছে।”

 

View this post on Instagram

 

A post shared by Subho Saha (@suvosaha749)

Back to top button