ঘোষালবাবুকে ধরে সব সত্যিই বার করে আনল রাণী, নিজের পাতা ফাঁদেই জর্জরিত অনিশা! তোমাদের রাণীতে চরম উত্তেজনা

‘নিউ এজ রোম্যান্স’ যা দেখলে বা শুনলেই নাক কোঁচকায় সিরিয়ালপ্রেমীদের একাংশ। তবে এই ‘নিউ এজ’ নিয়েই তৈরি স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘তোমাদের রাণী’ (Tomader Rani)। এই সপ্তাহের টিআরপি (TRP) বলছে, শুরু থেকেই প্রথম পাঁচে এই মেগা প্রোমো সামনে আসার পর থেকেই চর্চার কেন্দ্রে এই ধারাবাহিক। সম্প্রতি দুর্জয়ের বাড়িতে মকরসংক্রান্তির আবহ।

২০২৩-এ দাঁড়িয়েও অন্তঃসত্ত্বা হওয়ার পর মহিলাদের অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়। প্রয়োজনে ছাড়তে হয় চাকরি। সমাজের এই নিয়মের ছক ভেঙে তাই বিপরীত স্রোতে হাঁটছে রাণী। মকরসংক্রান্তির দিন বাড়ির সকলের জন্য পিঠে বানিয়েছে রাণী। বাড়ির সকলে তো প্রশংসা পঞ্চামুখ। পিঠে খেতে খেতেই খুনসুটি চলতে থাকে রীতম, রাণী, দেবু আর দুর্জয়ের। তারপরই দুর্জয়, রাণী অনিশার কাছে যায়। রীতিমতো ধমকের সুরে অনিশাকে বলতে থাকে দুর্জয়ের সঙ্গে সে যেটা করছে, তা ঠিক নয়।

আরো পড়ুন:মিঠু চক্রবর্তীর মামা হন সব্যসাচী চক্রবর্তী! ভাগ্নীর সঙ্গেই ৩৮ বছর ধরে সুখে সংসার করছেন বর্ষীয়ান অভিনেতা! জানুন এক অজানা গল্প

রাণী বলে, “আমি তোমাদের দুজনের বন্ধুত্বটাকে শ্রদ্ধা করি। কিন্তু তুমি যা শুরু করেছ, তা মোটেও ঠিক নয়। তুমি যেগুলো করছো তা আমার আর দুর্জয়ের ক্ষতিসাধনের জন্য।” রাণী অনিশাকেই দোষ দিতে থাকে, কারণ সে জানে বর্ষবরণের রাতে দোষটা দুর্জয় করেনি। ঘোষাল বাবু রাণীকে সবটা বলেছে। তাই এবার ঘোষালবাবুকে অনিশার সামনে এনে দাঁড় করায় রাণী।

এদিকে, পিঙ্কি বৌদি অনিশাকে ফোন করেই যাচ্ছে। বিপদের আভাস পেতেই অনিশাকে ফোনে ধরার চেষ্টা করছে সে। রাণী অনিশাকে বলে, গুপ্তাজি কেন অনিশাকে এই নার্সিংহোমের সিইও করেছে। তার কুকীর্তির কথা যদি প্রকাশ্যে আসে তাহলে সব নার্সিংহোমের লাইসেন্সও ক্যানসেল হয়ে যাবে। আর গুপ্তাজিই বা কি ভাববেন অনিশাকে?

You cannot copy content of this page