সুসংবাদ, পিলু ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় ফিরছেন রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল

ছোটপর্দায় অতি জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। নিজের অভিনয়ের দক্ষতায় বারবার দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। আরব্য রজনী, বেদের মেয়ে জ্যোৎস্না, কপালকুণ্ডলা, কুসুম দোলা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। শেষবার তাকে দেখা গেছিল জি বাংলার (Zee Bangla) পিলু (Pilu) ধারাবাহিকে। তবে পিলু শেষ হয়ে যাওয়ার পর ছোটপর্দায় আর তাকে দেখেননি দর্শকরা।

দেবের খাদান সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী ইধিকা পাল

বর্তমানে বড়পর্দার কাজ নিয়ে বর্তমানে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পেয়েছে তার বাংলাদেশী সিনেমা প্রিয়তমা। সিনেমায় অভিনেতা শাকিব খানের বিপরীতে তার অভিনয় ভীষণ পছন্দ করছেন দর্শক। বক্স অফিসেও দারুণ সফলতা অর্জন করেছে সিনেমাটি। তারপরই অভিনেত্রীকে নিয়ে শোনা যায় বড় সংবাদ। দেব অভিনীত খাদান সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দায় রঞ্জা। অভিনেত্রী ছাড়াও অভিনেতা যীশু সেনগুপ্ত, বরখা এবং জন ভট্টাচার্য দেখা যাবে এই সিনেমায়।

Ranjha Idhika

জি বাংলার পিলু ধারাবাহিকে রঞ্জার চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। এমনকি তার অভিনয় ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রীকেও ছাপিয়ে গেছিল। প্রথমে খল চরিত্র হলেও পরে রঞ্জার চরিত্রটিই হয়ে যায় ধারাবাহিকের দ্বিতীয় অভিনেত্রী। এছাড়া পিলু ধারাবাহিকের আগেও রিমলি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। ধারাবাহিকটিতে জন ভট্টাচার্যের সঙ্গে তার জুটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল পর্দায়।

পিলু ধারাবাহিকের পর জি বাংলার পর্দায় ফিরছেন ইধিকা পাল

তবে পিলু ধারাবাহিকের পর আর অভিনেত্রীকে দেখা যায়নি পর্দায়। দর্শকরা সকলের ভীষণ মিস করছিলেন তাদের প্রিয় রঞ্জাকে। দর্শকরা সকলের অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রী নতুন ধারাবাহিকের দেখার জন্য। তবে তারই মাঝে শোনা যাচ্ছে সুসংবাদ। পর্দায় ফিরছেন অভিনেত্রী ইধিকা পাল। জি বাংলায় আবার দেখা যাবে তাকে। কিন্তু জানেন কোথায়?

Idhika Paul Pilu

আরও পড়ুনঃ বড় সংবাদ, সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি থেকে বাদ মিঠাই খ্যাত আদৃত রায়! কিন্তু কেন?

২০ মে থেকে বিকেল সাড়ে চারটের সময় জি বাংলায় আসছে নতুন রিয়ালিটি শো রন্ধনে বন্ধন ভালোবাসার রান্না। এই শোটির সঞ্চালনার দায়িত্ব রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তাঁর অর্ধাঙ্গিনী ঋদ্ধিমা। এই আসন্ন শোটিতে থাকছেন দুজন স্পেশাল বিচারক। আসন্ন শোটির নতুন প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পর্দায়। সেখানেই বিচারকের আসনে দেখা গেছে অভিনেত্রী ইধিকা পালকে। অভিনেত্রীকে আবার ছোটপর্দায় দেখে দারুণ উৎসাহী অভিনেত্রীর অনুরাগীরা।

You cannot copy content of this page