সকাল সকাল সাঁঝের বাতির আর্যর ভক্তদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। সেই সাঁঝের বাতিতে আমরা শেষ দেখেছিলাম আর্য অর্থাৎ রেজওয়ান রাব্বানি শেখকে।তারপর তাকে আমরা ছোটপর্দায় নায়ক হিসেবে আর কোথাও দেখতে পায়নি আর সেই জন্যেই তাকে ভীষণ মিস করছিলেন তার অনুরাগীরা।
আজ সকাল বেলা একটি বেসরকারি সংবাদমাধ্যম থেকে জানা গেছে,স্টার জলসার নতুন সিরিয়ালে কামব্যাক করছেন রেজওয়ান রাব্বানি শেখ।তামিল নায়িকার ভূমিকায় যার নাম ঘোষণা করা হয়েছে তা জানতে পেরে দর্শকদের মন মোটেই ভালো নেই।
নায়িকা হিসেবে দেখা যেতে পারে বরণ খ্যাত তিথি অর্থাৎ ইন্দ্রানী পালকে। আর এখানেই রিজওয়ান রব্বানীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে শুরু করেছেন। অনেকেই একটা কথা বারবার লিখছেন যে, রেজওয়ানের বিপরীতে আর কোনো নায়িকা পেল না স্টার জলসা?
এখনো সিরিয়ালের শুটিং শুরু হয়নি তবে খুব শীঘ্রই শুটিং শুরু হবে এবং তারপরেই আসবে প্রোমো। এখন দেখার ধারাবাহিক কে সরিয়ে এই নতুন ধারাবাহিক আসে।






‘যা পরিস্থিতি মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি! ঋজুর বোকামির দায় যেন আমারও!’ সহ অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যে বিত’র্ক টলিপাড়ায়