জীতুর পোস্টের রোম্যান্টিক ক্যাপশনেই দিতিপ্রিয়ার অস্বস্তি! ক্যামেরার বাইরেও দূরত্ব বাড়ছে জীতু-দিতিপ্রিয়ার! দু’জনের মুখ দেখাদেখি থেকে কথাবার্তা সব বন্ধ! ধারাবাহিকের শুটিংয়েও কি পড়ছে প্রভাব? অবশেষে কি জানা গেল আসল কারণ?

সাম্প্রতিক জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) শুটিং ফ্লোরে যেন অদৃশ্য টানাপোড়েন শুরু হয়েছে। অভিনেতা ‘জীতু কমল’ (Jeetu Kamal) কয়েকদিন আগে ধারাবাহিকের একটি রোম্যান্টিক দৃশ্যের ছবি সামাজ মাধ্যমে পোস্ট করেছিলেন নায়িকা ‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy) এর সঙ্গে। সেই ছবিতে জীতু দিতিপ্রিয়াকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছেন, হাতে লাল গোলাপ, ক্যাপশনে লেখা— “প্রেমের কোনও মরসুম হয় না, প্রেমের কোনও রং হয় না! প্রেমের শুধু ছবি হয়।”

যদিও জীতু জানিয়ে দিয়েছেন, এটি নিছকই প্রচারের জন্য করা হয়েছিল, তবুও এই পোস্ট ঘিরেই জল্পনার সূত্রপাত। শুটিং সেটে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, জীতুর এই রসিকতা ভালোভাবে নেননি অনেকেই। এমনকি দিতিপ্রিয়ার মা-ও নাকি এই পোস্ট দেখে অস্বস্তিতে পড়েছেন। অভিনেত্রী নিজেও মানসিকভাবে কিছুটা বিচলিত বলেই গুঞ্জন। সেই থেকেই দুই তারকার মধ্যে যেন দূরত্ব তৈরি হয়েছে। এখন শোনা যাচ্ছে, কেউই আর একে অপরের সঙ্গে আগের মতো স্বাভাবিক ভাবে কথা বলছেন না।

শুটের ফাঁকে জীতু এখন একা একা সময় কাটাচ্ছেন বইয়ের সঙ্গে, আর দিতিপ্রিয়ার শট শেষ হলে সঙ্গী কেবল তাঁর মা। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম তথা দর্শকমহলে চর্চা তুঙ্গে। অনেকে ভাবছেন, পর্দার রসায়ন কি বাস্তবেও ছাপ ফেলেছে? সমাজ মাধ্যমে সেই পোস্ট ঘিরে ছড়িয়েছে, যে এই জুটির মধ্যে বাস্তবেও কিছু একটা রয়েছে। এই গুজবই নাকি দিতিপ্রিয়ার অস্বস্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে, এখন দুজনেই যতটা সম্ভব ব্যক্তিগত পরিসর বজায় রেখে কাজ করছেন।

অন্যদিকে, সংবাদ মাধ্যমে এই বিষয়ে মুখ খুলেছেন জীতু নিজেই। তিনি জানান, প্রযোজক ও পরিচালকের অনুরোধে ধারাবাহিকের প্রচার করতে হয়, সেই কারণেই তিনি পোস্টটি করেছিলেন। বরং বিতর্ক এড়ানোর জন্যই তিনি সবসময় সামাজিক মাধ্যমে সহ-অভিনেত্রীর সঙ্গে বেশি ছবি দেন না বলে জানালেন। তাঁর সাফ কথা— “ভুল বার্তা না যাক, সেই জন্যই তো এত সচেতন ছিলাম। কিন্তু এত কিছুর পরেও সমস্যায় জড়িয়ে পড়লাম!”

আরও পড়ুনঃ ‘স্কুলে যাওয়ার টাকাও ছিল না, বই না পেয়ে থেমে গিয়েছিল পড়া’—বস্তি থেকে অভিনয়ের মঞ্চে উঠে আসা লিলি চক্রবর্তী অজানা কাহিনী চোখে জল আনবে আপনার!

তবে বিতর্কের মাঝেও জীতুর দাবি, তিনি কোনও কটাক্ষ বা অপমানজনক মন্তব্যের মুখে পড়েননি। বাইরের দিক থেকে কোনও খারাপ প্রতিক্রিয়া পাননি বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে যোগাযোগ করার চেষ্টা করলেও, দিতিপ্রিয়া সাফ জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে কোনও কথা বলতে চান না। এখন দেখার, সময়ের সঙ্গে সঙ্গে এই ভুল বোঝাবুঝির পর্দা সরে গিয়ে পুরনো বন্ধুত্ব ও সহঅভিনয়ের ছন্দে ফেরত যেতে পারেন কিনা দুই শিল্পী।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।