এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের বিভিন্ন নামীদামী জনপ্রিয় সব চ্যানেলগুলিতে বিভিন্ন নতুন নতুন সমস্ত ধারাবাহিকের ভিড়। এই সমস্ত ধারাবাহিকের মধ্যে দিয়ে পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের (Bengali Televison) পুরনো সব অভিনেতা- অভিনেত্রীরা। আর নিজেদের প্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের আবারও টেলিভিশনের পর্দায় দেখতে পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত দর্শকরাও।
এই যেমন জলসার পর্দায় দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা (Sandhyatara)। আর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই আবারও টেলিভিশনের পর্দায় ফিরেছেন ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। জি বাংলার পর্দায় এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর কিছুদিনের বিরতি নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী।
অন্বেষার ভক্ত-অনুরাগীরাও বেশ উদগ্রীব ছিলেন আবারও অভিনেত্রীকে ছোটপর্দায় দেখবেন বলে। অবশেষে ভক্তদের ভালোবাসায় ত্রিকোণ প্রেমের এক গল্প নিয়ে অন্বেষা ফিরলেন নতুন চরিত্র নিয়ে। ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ ভাল রকমেরই জনপ্রিয়তা পেয়েছে সন্ধ্যাতারা। এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা ও তারার চরিত্রে অভিনেত্রী অমৃতা দেবনাথ। আর দুই পোড়খাওয়া নায়িকার বিপরীতে অভিনয় করছেন নবাগত অভিনেতা সৌরজিৎ ব্যানার্জি।
গ্রামের মেঠো, পরিশ্রমী অথচ ব্যক্তিত্বধারী এক নারীর চরিত্রে অভিনয় করছেন অন্বেষা। ইতিমধ্যেই তাঁর অভিনীত চরিত্রটি মন ছুঁয়ে গেছে দর্শকদের। আসলে অভিনেত্রী হিসেবে বেশ বলিষ্ঠ অভিনয় করেন তিনি। আর তাই তার সহজাত অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শকরা। তবে এবার এই ধারাবাহিকের শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা বলে জানা গেছে।
কি হয়েছে অভিনেত্রীর? এই ধারাবাহিকে অভিনেত্রীকে স্কুটি চালাতে দেখা যাচ্ছে বিভিন্ন সময়। আর জানা গেছে স্কুটি থেকে পড়ে গিয়েই আহত হয়েছেন তিনি। নিজের instagram প্রোফাইলে সেই দুর্ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। সেখানেই দেখা যাচ্ছে পর্দার সন্ধ্যা তার মাকে স্কুটির পিছনে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরছে। আর তারপরে টাল সামলাতে না পেরে দুজনেই হুড়মুড়িয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে যায় ইউনিটের সদস্যরা। যদিও অভিনেত্রী জানিয়েছেন তারা দুজনেই ঠিক রয়েছেন।
View this post on Instagram






‘একই লোকের সঙ্গে দশ বছর সংসার, সুস্থ মানুষ পারে নাকি!’ ‘এতদিন একই স্বামী অসম্ভব, পাগলামির লক্ষণ!’ বিবাহিত জীবন নিয়ে বন্ধু সৌমিলিকে মজার খোঁচা গায়িকা ইমন চক্রবর্তীর!