ছোটপর্দায় ঝড় তোলা খলনায়িকা শর্বরী মুখার্জি, ‘কৃষ্ণকলি’র পর হঠাৎ করেই গায়েব! অবশেষে ফিরছেন নতুন ধারাবাহিকে! কেন‌ এতদিন টেলিভিশন থেকে দূরে ছিলেন তিনি?

বাংলা ধারাবাহিকে একসময়ে খলনায়িকার চরিত্রে রমরমা ছিল তাঁর। অভিনেত্রী ‘শর্বরী মুখার্জি’ (Sharbori Mukherjee) নামটা তাই আলাদা করে পরিচয়ের অপেক্ষা রাখে না। চরিত্র যতই নেতিবাচক হোক, অভিনয়ের দাপটেই নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ থেকে কয়েক বছর আগেই হঠাৎ করেই তিনি অভিনয়ের জগৎ থেকে সরে দাঁড়ান। পরপর জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করলেও, এখন আর দেখা মিলে না টিভির পর্দায়। এই অনুপস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই অনেক প্রশ্ন তৈরি হয়েছে দর্শকদের মনে।

তবে শর্বরী নিজে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি তিনি। টেলিভিশনে দেখা না গেলেও মঞ্চই এখন তার প্রথম প্রেম। নিজের একটি নাটকের দল গড়ে তুলেছেন তিনি। সেই দল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় নাটকের শো করতে যান। একদিকে রাজনীতি নিয়ে তিনি সক্রিয় তিনি, অন্যদিকে থিয়েটারের মঞ্চে দাঁড়াচ্ছেন নিয়মিত। যদিও ছোটপর্দার দর্শকরা তাকে মিস করছেন খুব।

প্রসঙ্গত, শর্বরী মুখার্জিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-তে। তারপরে দীর্ঘ সময় তিনি ছোটপর্দা থেকে দূরে ছিলেন। মাঝেমধ্যে বিভিন্ন সাক্ষাৎকার বা রিয়েলিটি শো-তে এসে নিজের ব্যস্ততার কথা জানিয়েছেন। বিশেষ করে থিয়েটারের প্রতি তার ভালোবাসা এবং দায়বদ্ধতার কথাই তুলে ধরেছেন তিনি। শর্বরীর ভাষায়, “টেলিভিশনের বাইরে হলেও, আমি কিন্তু অভিনয় ছাড়িনি।” তাহলে কবে ফিরছেন তিনি আবার?

আর অপেক্ষা নয়, এবার জানা গেল দীর্ঘ বিরতির পর অবশেষে ছোটপর্দায় ফিরতে চলেছেন শর্বরী। এবার ‘সান বাংলা’র একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। যদিও ধারাবাহিকের নাম এখনও প্রকাশ করেননি তিনি। তবে নতুন করে কাজ শুরু করার উত্তেজনা তার কণ্ঠেই স্পষ্ট ছিল। দর্শকদের জন্যও এটি নিঃসন্দেহে সুখবর। যারা তাকে আগের মতোই দেখতে চান, তাদের জন্য ফের একবার সেই সুযোগ এসেছে।

আসলে বিনোদন জগৎ এর অভিনয় পেশাটাই অনিশ্চয়তায় ভরা। কখন কে, কোন কাজ থেকে বাদ পড়ে যাবেন বা আবার কবে ফিরে আসবেন কি না সেটা কেউই আগে থেকে বলতে পারেন না। শর্বরী মুখার্জির যাত্রাই তার সবচেয়ে বড় প্রমাণ। কখনও রাজনীতি, কখনও নাটকের মঞ্চ— সব মিলিয়ে ছোটপর্দার ব্যস্ততাকে দূরে সরিয়ে এতদিন এক ভিন্ন ছন্দে চলেছেন তিনি। কিন্তু শেষমেশ টেলিভিশনের পর্দায় ফিরেই জানালেন, তার সত্যিকারের ঘর এখানেই।

আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রিতে কাজ ফুরোলেই শেষ হয়ে যায় বন্ধুত্ব, বন্ধু ভেবেছি, পরে দেখেছি…”— কিছুদিন আগেই ভেঙেছে ‘দুই শালিক’-এর সম্পর্ক, এবার নিজের অভিজ্ঞতা ভাগ করলেন ‘গাঁটছড়া’র দ্যুতি শ্রীমা! তবে কী শোলাঙ্কির সঙ্গে নেই আর সেই সম্পর্ক?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page