আজকাল একদিকে যেমন নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত, তেমনই টেলিভিশনে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy) । তাঁর নতুন ছবি ‘রান্না বাটি’ (Ranna Baati)– এক বাবা-মেয়ের সম্পর্কের গল্প, যেখানে ‘মা’র অনুপস্থিতিই বদলে যায় তাদের জীবনের গতি। শোলাঙ্কি এখানে মায়ের চরিত্রে অভিনয় করছেন, গল্পের খাতিরে যদিও তিনি গোটা ছবিটায় নেই। তিনি জানালেন, এই ছবিতে তাঁর কাজ করার আগ্রহের মূল কারণ পরিচালক প্রতিম ডি. গুপ্ত এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাঁর মতে, এই ছবির মূল ভাবনা— “খাবার কেবল পেট ভরায় না, মনও ভরায়” ছুঁয়ে গেছে তার মনকে।
শোলাঙ্কির নিজের কাছেও রান্নার বিষয়টা কেবল খাবার তৈরি নয়, একটা ভালোবাসার প্রকাশ। এদিন এক সাক্ষাৎকারে তিনি হাসতে হাসতে বললেন, “বাবা খুব ভালো রান্না করতে পারেন। এমনকি রান্না নিয়েই এগোতে চেয়েছিলেন। দাদুর মতের বিরুদ্ধে গিয়ে সেটা হয়নি, তাই আমাকে মন ভরে রান্না শিখিয়েছেন। আমিও খাওয়াতে ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি।” রান্না যেন তাঁর কাছে একধরনের সম্পর্কের ভাষা, ঠিক যেমন ছবির গল্পেও দেখা যাবে— খাবার হয়ে ওঠে মানুষের মধ্যে বোঝাপড়ার সেতু।
এদিকে টেলিভিশনে তিনি আবার ফিরছেন গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের সেই হিট জুটি আবার একসঙ্গে। অনেকেই অবাক হয়েছেন এই প্রত্যাবর্তনে, কারণ শোলাঙ্কি ছোটপর্দা থেকে একসময় ইচ্ছে করেই বিরতি নিয়েছিলেন। তাঁর কথায়, “টেলিভিশনের কাজের একটা লম্বা কমিটমেন্ট, তাই ব্রেক দরকার।” প্রায় আড়াই-তিন বছর পর আবার টিভিতে ফেরা তাঁর কাছে একধরনের স্বস্তিও বটে। তবে, টেলিভিশন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিটা এখন অনেক পরিণত।
আগে যেভাবে অনেকেই ভাবতেন যে টিভি থেকে সিনেমায় যাওয়া মানে উন্নতি, আর উল্টোটা মানে পদাবনতি— শোলাঙ্কি এখন তেমন ভাবেন না। তিনি সোজাসাপটা জানিয়েছেন, “দিনের শেষে আমি শুধুই অভিনেত্রী। খারাপ অভিনয় করলে সেটা যে মাধ্যমই হোক না কেন, দর্শক ঠিক ধরে নেবে।” তাঁর মতে, টেলিভিশন তাঁকে একটা নিয়মিত জীবনযাত্রা ও আর্থিক নিরাপত্তাও দিয়েছে। তাহলে জনপ্রিয়তা শীর্ষে ওঠার পর, কেন ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে সরে গেছিলেন? এদিন তিনি নিজেই জানালেন, আসল কারণ।
আরও পড়ুনঃ “আমি এখন সম্পূর্ণ নিরামিষভোজী, প্রাণীদের খেতে পারি না, খেতে গেলে ওদের চোখ গুলো ভেসে ওঠে!” “নবমীতে তো নিজেই বলেছিলেন বিফ রান্না করবেন! হিপোক্রিট কোথাকার”, দেবলীনা দত্তের পশুপ্রেম দেখে ফের ক’টাক্ষ নেটপাড়ার
সেই সময় হঠাৎ প্রস্থানে অনেকেই ভেবেছিলেন তিনি অন্য কাজের জন্য ছেড়ে দিয়েছেন, কিন্তু আসলে কারণ ছিল শারীরিক অসুস্থতা। তখন তিনি একসঙ্গে ‘গাঁটছড়া’ আর ‘শহরের উষ্ণতম দিনে’ ছবির শ্যুট করছিলেন। অতিরিক্ত কাজ, ঘুমের অভাব আর ওজন কমিয়ে ফেলায় তাঁর শরীর ভীষণ খারাপ হয়ে যায়। হিমোগ্লোবিন ও ভিটামিন ডি কমে গিয়েছিল। সেই সময়টায় টেলিভিশনের কাজই তাঁকে কিছুটা রক্ষা করেছিল, কারণ নিয়মিত আয়ের ভরসা থাকায় তিনি সাহস করে বিশ্রাম নিতে পেরেছিলেন। শোলাঙ্কির কথায়, “এই সিদ্ধান্তটা নিতে পেরেছি শুধু ছোটপর্দার জন্যই।”






