অনস্ক্রিন অভিনেত্রীর সঙ্গে তিক্ততা অফস্ক্রিনে! জগদ্ধাত্রী ছাড়ছেন সৌম্যদীপ?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী বর্তমানে দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকের মনে জায়গা করে রেখেছে। যেখানে টিআরপির অভাবে অনেক ধারাবাহিক ৬ মাস বা তিন মাসেই বন্ধ হয়ে যায়, সেখানে অঙ্কিতা মল্লিক ও সৌমদীপ মুখোপাধ্যায়ের জুটি দীর্ঘ সময় ধরে সবার প্রিয় হয়ে রয়েছে। একসময় টিআরপি তালিকায় রাজত্ব করেছে এই ধারাবাহিক। তবে সাম্প্রতিক সময়ে টলিপাড়ায় গুঞ্জন উঠেছে, ধারাবাহিকের মূল নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে।

শোনা যাচ্ছে, অঙ্কিতা ও সৌমদীপের মধ্যে সেটে বনিবনা হচ্ছে না, যার ফলে তাদের একসঙ্গে শুট করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক সময় নায়িকা অঙ্কিতা সৌম্যদীপকে নাকি আনফলো করেছিলেন। এই প্রসঙ্গে সৌম্যদীপ জানান, ‘আমি তো এইমাত্র অঙ্কিতার সঙ্গেই শট দিয়ে এলাম। পুরোটাই ফেক, ওর সঙ্গে আমার কোনও ঝামেলা হয়নি। শুরুর দিন থেকেই অঙ্কিতা আর আমি খুব ভালো বন্ধু। আমাদের সম্পর্ক আগেও স্ট্রং ছিল, এখনও তেমনই আছে। আনফলো করার রটনার ব্যাপারটা আমি সত্যি জানি না। কে এই ভুয়ো খবরগুলো কথা থেকে রটাচ্ছে জানি না! ওর সঙ্গে আমার কোনও ঝামেলা,অশান্তি, ভুল বোঝাবুঝি কিছুই হয়নি’।

এই পরিস্থিতিতে ধারাবাহিকের গল্পেও বড় পরিবর্তন এসেছে। জগদ্ধাত্রীকে প্যারালাইজড দেখিয়ে, তার মেয়ে দুর্গার চরিত্রকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে নেওয়া হয়েছে। দুর্গার ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতাকেই। তবে, জগদ্ধাত্রী ও সৌম্যর রোম্যান্স, যা এতদিন ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল, সেটি অনুপস্থিত থাকায় দর্শকরা হতাশ। এরই মধ্যে খবর রটে যায়, সৌমদীপ নাকি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন।

তবে সৌমদীপ এইসব খবর উড়িয়ে দিয়ে জানিয়েছেন, অঙ্কিতার সঙ্গে তার কোনও সমস্যা নেই। বরং তারা ভালো বন্ধু। প্রেমের প্রসঙ্গেও তিনি জানান, তিনি এখন সিঙ্গেল। ধারাবাহিক ছাড়ার গুঞ্জন নিয়েও বিরক্তি প্রকাশ করে বলেন, ‘‘আমি এই শো ছাড়ছি না, আমার জায়গায় কেউ নতুনও আসছে না।’’

আরও পড়ুনঃ দেবের বর্তমান বিনোদিনীকে চাপে ফেলতে বিনোদিনী রূপে আসছেন তাঁর প্রাক্তন‌ও! রুক্মিনীর পর এবার সৃজিতের বিনোদিনী শুভশ্রী

অন্যদিকে, অঙ্কিতা এখন ধারাবাহিকে তিনটি চরিত্রে অভিনয় করছেন—জ্যাস, জগদ্ধাত্রী, এবং দুর্গা। এই প্রথম ধারাবাহিকে অভিনয় করেই তিনি দর্শকদের মন জয় করেছেন। তবে, পর্দায় তার অ্যাকশন-ধর্মী অভিনয়ের জন্য কেউ প্রেম প্রস্তাব দিতে সাহস পাচ্ছে না বলে মজা করে জানিয়েছেন তিনি।