দেবের বর্তমান বিনোদিনীকে চাপে ফেলতে বিনোদিনী রূপে আসছেন তাঁর প্রাক্তন‌ও! রুক্মিনীর পর এবার সৃজিতের বিনোদিনী শুভশ্রী

‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ বর্তমানে বাংলা ছবির বাজারে এই সিনেমা নজর কেড়েছে দর্শকদের। নটী বিনোদিনীর আত্মকথা নিয়ে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। মহাপ্রভু শ্রীচৈতন্য এবং শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল এই সিনেমার যাত্রা। গত ২২ শে জানুয়ারি এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও মাত্র দু’দিনে আয় করেছি ২৫ লক্ষেরও বেশি টাকা।

এই সিনেমার প্রযোজকেরা আগামী দিনে ‘বিনোদিনী’ বক্স অফিসে আরো ভালো ফল করবে বলে আশা করছেন। অভিনেত্রীর সাত বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধারার অভিনয় প্রশংসা করছেন অনেক দর্শকদের থেকে। এই ছবি সহ-প্রযোজক অরিত্রর কাছে শহরের এক বিশেষ সংবাদ মাধ্যম সিনেমার এই ফলাফল নিয়ে কতটা আশা করেছিলেন অরিত্র দাস? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি বলেন, “ছবি ভাল ফল করবে, এই বিশ্বাস ছিল। তার থেকেও এগিয়ে গিয়েছে”। কিন্তু এটি পাশাপাশি প্রযোজক কিছুটা বিষাদের সুরও ছিল তাঁর গলায়।

প্রসঙ্গত বলা যায় গত শনিবার শহরের এক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পরিচালক শ্রীজিত তাঁর আগামী সিনেমার নাম এবং চরিত্র ঘোষণা করেছেন। সৃজিতের আসন্ন সিনেমার নাম ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই সিনেমায় বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। এই সিনেমার সূত্র ধরে বলা যায় প্রথমে বিনোদিনী চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের, পরবর্তীকালে তা পরিবর্তন করা হয়। বিশেষত এই প্রসঙ্গ কে কেন্দ্র করে প্রযোজক বলেন, “সৃজিতদার ঘোষণা শুনেছি। ওঁকে এবং শুভশ্রীকে আগাম আন্তরিক শুভেচ্ছা। তিনিও একই ভাবে ঐতিহাসিক চরিত্রটিকে জীবন্ত করবেন, আমরা জানি”। অরিত্র আরো বলেন, “সদ্য আমাদের ছবি মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে ভাল ফলও করছে। এর মধ্যেই পরের ছবির ‘বিনোদিনী’র নামঘোষণার খুব প্রয়োজন ছিল?”

আরও পড়ুনঃ বন্ধ হয়ে গেল ‘রাশিয়ান দিদি’র চায়ের দোকান! কারণ জানালেন পাপিয়া নিজেই!

বিনোদিনীর পরিবেশন শতদীপ বলেছেন, “দ্বিতীয় দিন থেকেই সমস্ত প্রেক্ষাগ়ৃহ থেকে ভাল ফল পাচ্ছি। প্রথম দিন থেকে বিনোদিনী থিয়েটার, অজন্তা-সহ অনেক প্রেক্ষাগৃহই হাউসফুল। মোট ৮৬টি প্রেক্ষাগৃহ পেয়েছে ‘বিনোদিনী’। দ্বিতীয় দিনেই শো-সংখ্যা বেড়েছে।” দর্শকদের কাছে শ্রীজিতের আসন্ন সিনেমা খবর পৌঁছানো মাত্রই ভিন্ন বিষয় নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কারোর মতে, বাংলা ইন্ডাস্ট্রিতে এবার দুই বিনোদিনীর মধ্যে লড়াই হবে, কে ভালো কে খারাপ? আবার কারোর মতে, অভিনেতা দেবের বর্তমান বিশিষ্ট বান্ধবী বিনোদিনী তো বটেই এমনকি প্রাক্তন বান্ধবীও হতে চলেছে বিনোদিনী, অভিনেত্রী হিসেবে দেব কাকে এগিয়ে রাখবে? এই প্রশ্ন অনেকে তুলেছেন।