Saheber Chhithi: আপনাদের হাতে‌ লেখা চিঠি নিজের হাতে আপনার প্রিয় মানুষদের হাতে তুলে দিল দেবচন্দ্রিমা! অসাধারণ উদ্যোগ স্টার জলসার, আপ্লুত দর্শকরা

প্রাচীনকালে একসময় মনের ভাব প্রকাশের জন্য চিঠির ব্যাপক প্রচলন এবং ব্যবহার ছিল। ছোট ছোট চিঠিতে মনের অফুরন্ত আবেগ ভরা থাকতো। কালের নিয়মে আস্তে আস্তে তা লোপ পেয়েছে। তার জায়গায় এখন বহু কম সময়ে এবং কম খরচেই বার্তা বা মনের ভাব এক জায়গা থেকে অন্য প্রান্তে পাঠানো যায়।

Bengali serial

কিন্তু চিঠির সেই গন্ধ সে আবেগ এখনো ভুলতে পারেনি বাঙালি। তাই স্টার জলসা সেই পুরনো আবেগকে ফিরিয়ে দিতে এক অনন্য উদ্যোগ নেয়।

Bengali serial

সাহেবের চিঠি ধারাবাহিকের দর্শকদের একটি বিশেষ অনুরোধ করা হয়। তোদের উদ্দেশ্যে জানানো হয় যে ছোট ছোট পোস্টকার্ডে তারা কাছের এবং দূরের মানুষদের জন্যে কিছু লিখতে পারে।

Bengali serial

এরপর ব্যাপক সাড়া মিলেছে এই উদ্যোগে। হাজার হাজার চিঠি পেয়েছে স্টার জলসা। তার মধ্য থেকে বিশেষ কিছু চিঠি যা তাদের কাছে স্পেশাল মনে হয়েছে সেগুলি ধারাবাহিকের মুখ্য চরিত্র মহিলা পোস্টমাস্টার চিঠি নিজের হাতে তুলে দিয়ে এসেছে সেই প্রাপকদের। বহু পুরনো সম্পর্ক জোড়া লেগেছে এর মাধ্যমে এবং বহু পুরনো আবেগ আবার ধরা দিয়েছে মানুষের মধ্যে চিঠির মাধ্যমে।

Bengali serial

আসলে সাহেবের চিঠি সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম যা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। এর মূল বিষয় হলো হাতে লেখা চিঠির সেই স্বাদ ফিরিয়ে আনা।

Bengali serial

মহিলা পোস্টমাস্টার চিঠির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। অপরদিকে সাহেবের চরিত্রে অভিনয় করছেন মোহর খ্যাত অভিনেতা প্রতীক সেন। কালক্রমে দুজনের দেখা হয়। অন্যদিকে সাহেব বদ মেজাজি এক শিল্পী। যদিও তিনি কোন এক বিশেষ কারণে এক পা হারিয়েছেন। তাই বরাবর মেজাজ খিটখিটে থাকে। চিঠি কি পারবে সাহেবকে ঠিক করতে? এটাই মূল গল্প।

Bengali serial