স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) এবার নতুন করে চর্চায়! তবে গল্পের জন্য নয়, বরং এডিটিং কৌশলের কারণে। গৃহপ্রবেশ-এ প্রতিদিনই নতুন নতুন মোড় আসছে। সম্প্রতি গল্পে দেখানো হয়েছে, দীর্ঘদিন পর আদৃত ও শুভর মুখোমুখি হওয়া, অন্যদিকে, কেশব প্রথমবার ‘বাবা’ বলে ডাক দেয়, যা দেখে আবেগে ভাসে শুভ। তবে দর্শকদের আলোচনার কেন্দ্রে এখন গল্পের চেয়েও বেশি জায়গা করে নিয়েছে ধারাবাহিকের এডিটিং।
ধারাবাহিকের একাধিক দৃশ্যে নিউইয়র্ক দেখানোর চেষ্টা চলছে, কিন্তু গ্রাফিক্সের মান এতটাই হাস্যকর যে দর্শকদের কাছে এটি হাসির খোরাক হয়ে উঠেছে। প্রথম থেকেই গল্পের কিছু অংশ নিউইয়র্ককে কেন্দ্র করে দেখানো হচ্ছিল, কিন্তু যত সময় এগোচ্ছে, ধারাবাহিকের গ্রাফিক্স এবং ব্যাকগ্রাউন্ড আরও বাজে হতে শুরু করেছে। সর্বশেষ এপিসোডে দেখা গেছে, মোহনা আর আদৃত শাড়ি-পাঞ্জাবি পরে নিউইয়র্কের রাস্তায় হাঁটছে!
ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবে ফেক গ্রাফিক্স ফুটে উঠছে, যা দেখে দর্শকরা একপ্রকার হেসে লুটিয়ে পড়েছেন। কেউ মজা করে বলছেন, “নিউইয়র্ক না গ্রাফিক্সপুর?” একজন দর্শক লিখেছেন, “৯৯+ বার মার্ভেল স্টুডিও থেকে মিসড কল এসেছে!” অর্থাৎ, এই এডিটিং দেখে মনে হচ্ছে মার্ভেল স্টুডিও-ও হতবাক! আরেকজন লিখেছেন, “এমন বাজে এডিটিং আগে কেউ দেখেনি!” কেউ আবার মজা করে বলছেন, “এই এডিটর নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য!”
আরও একজন লিখেছেন, “এডিটিং দেখে মনে হচ্ছে এটা মিশো অ্যাপ থেকে বানানো! RIP সিরিয়াল!” অর্থাৎ, বাজে কোয়ালিটির গ্রাফিক্স দেখে অনেকে ধারাবাহিকটিকে বিদায় জানিয়ে দিচ্ছেন। সবচেয়ে মজার কমেন্ট এসেছে নিউইয়র্কের আবহাওয়া নিয়ে! কেউ লিখেছেন, “নিউইয়র্কের সবাই জ্যাকেট পরে আছে, আর ওরা শাড়ি, স্লিভলেস ব্লাউজ আর শার্ট-প্যান্ট পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে!” এমনকি কেউ কেউ বলছেন, ধারাবাহিকের নির্মাতারা যেন এবার নিউইয়র্কের বদলে গ্রাফিক্সপুর বানিয়ে ফেলেছেন।
আরও পড়ুনঃ শুভকে নিয়ে শুরু নতুন জলঘোলা! শুভলক্ষ্মীকে আকাশ সেনের স্ত্রী ভাবল প্রতিবেশীরা! এবার কি পরিবারও ভুল বুঝবে?
দর্শকদের একাংশ দাবি করছেন, এতদিন ধরে নিউইয়র্কের গল্প অনেক হয়েছে, এবার মূল কাহিনি দেশে ফিরিয়ে আনা উচিত। কারণ বাজে এডিটিংয়ের কারণে গল্পের আবেগ হারিয়ে যাচ্ছে। দর্শকদের একাংশ দাবি করছেন, ধারাবাহিকের কাহিনি যতই টানটান হোক, এই ধরণের বাজে এডিটিং দর্শকদের মন ভালো করার বদলে বিরক্তই করছে। নির্মাতারা এই সমালোচনার পর গ্রাফিক্স উন্নত করবে, নাকি এমনই ‘গ্রাফিক্স প্রবেশ’ চলতে থাকবে? সেটাই এখন দেখার বিষয়!