অঙ্কুশ নন, ঐন্দ্রিলার প্রথম প্রেমিক ছিলেন বিক্রম! প্রথম প্রেমের গোপন গল্প ফাঁস করলেন ঐন্দ্রিলা! কিভাবে তারপর অঙ্কুশের সঙ্গে প্রেম হল তাঁর?

অঙ্কুশের আগে বিক্রমের সঙ্গে প্রেম করতেন ঐন্দ্রিলা? শুনে চমকে উঠলেন তো! ছোট পর্দায় আবার ফিরে আসছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), আর তাঁদের নিয়ে দর্শকের কৌতূহল যেন কোনোদিনও কমেনি। প্রায় দেড় দশক আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সাতপাকে বাঁধা’-তে প্রথম জুটি বাঁধেন তাঁরা। নতুন মুখ হয়েও রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন দু’জনেই। সেই সাফল্যের রেশ এখনও দর্শকের মনে অমলিন। পর্দায় তাঁদের কেমিস্ট্রি এতটাই প্রভাব ফেলেছিল যে, বাস্তবেও এই জুটিকে নিয়ে নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

এরপর স্টার জলসার ‘ফাগুন বউ’ ধারাবাহিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ঐন্দ্রিলা-বিক্রমকে। তার পরই তাঁরা ছোটপর্দা থেকে দূরে সরে যান এবং মন দেন বড়পর্দার কাজে। ঐন্দ্রিলা গত ছ’বছরে একাধিক ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন, অন্যদিকে বিক্রমও সিনেমায় ধারাবাহিকভাবে কাজ করে গিয়েছেন। তবে দর্শকের কাছে তাঁদের একসঙ্গে দেখার চাহিদা কখনও কমেনি। বড়পর্দায় ঐন্দ্রিলাকে প্রথম দেখা গিয়েছিল তাঁর বাস্তব জীবনের সঙ্গী অঙ্কুশের সঙ্গে।

কিন্তু দর্শকের আবেগ যেন বরাবরই ঐন্দ্রিলা-বিক্রমের জুটির দিকে বেশি ঝুঁকেছিল। সম্প্রতি, নতুন বাংলা বিনোদন চ্যানেল ‘জি বাংলা সোনার’ উদ্বোধন অনুষ্ঠানে বিক্রমকে নিয়ে পুরনো এক রহস্য ফাঁস করেন ঐন্দ্রিলা নিজেই। তিনি জানান, ‘সাতপাকে বাঁধা’র শ্যুটিং চলাকালীন প্রায় গোটা ইউনিটেরই ধারণা ছিল তিনি নাকি বিক্রমের প্রেমে পড়েছেন। কারণ প্রতিদিন শ্যুটিং শেষ হলেই তাঁকে দেখা যেত বিক্রমের বাইকে চেপে চলে যেতে। তবে আসল ঘটনা ছিল একেবারেই অন্যরকম। ঐন্দ্রিলার বাড়িতে তখনও কেউ জানত না অঙ্কুশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।

কিন্তু তাঁর মা বিক্রমের প্রতি এতটাই ভরসা করতেন যে, ঐন্দ্রিলা বিক্রমের সঙ্গেই কোথাও যাচ্ছেন শুনে কখনও প্রশ্ন তোলেননি। সেই সুযোগেই প্রতিদিন শ্যুটিং শেষে ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশের সঙ্গে দেখা করাতেই যেতেন বিক্রম। অঙ্কুশও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেন, তাঁর কাছে বিক্রম ও ঐন্দ্রিলা দু’জনেই খুব কাছের বন্ধু। তাই তিনি মনে করেন, যদি কাজের সুযোগ আসে, তবে তাঁদের একসঙ্গে তা গ্রহণ করা উচিত। তাঁদের জনপ্রিয়তাই একে অপরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ প্লুটো নেই, শেষ নিশ্বাস পর্যন্ত মাকে দোষ দিয়ে গেছে! ছেলের মৃ’ত্যুর জন্য দায়ী মা, অথচ মৃ’তদে’হ কোলে রেখে মিঠিকেই দোষারোপ! সন্তানকে হারিয়েও ভাঙলো না তাঁর অহংকারের দেওয়াল! সমাজে কি আদৌ এমন নির্মম মা হতে পারে?

যদিও দু’জনেই দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে, এবার নতুন রিয়্যালিটি শো-এর মাধ্যমে সঞ্চালনায় ফিরতে চলেছেন তাঁরা। উল্লেখযোগ্য বিষয়, এর আগে সঞ্চালক হিসাবে অঙ্কুশ ও বিক্রম জুটিকে ইতিমধ্যেই দর্শক ভালোবেসেছেন। এবার বিক্রম-ঐন্দ্রিলাকে নতুন আঙ্গিকে, কাপল গেম শো-এর সঞ্চালক হিসাবে দেখতে চলেছেন দর্শকরা। পুরনো স্মৃতি, বাস্তব-অবাস্তব প্রেমের গল্প, আর একসঙ্গে কাটানো অভিজ্ঞতার রসদ নিয়ে এই জুটির ফিরে আসা যে এক বড় চমক হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।