স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। জলসা
পর্দার এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের সুস্মিত মুখার্জি ও উষসী রায়। প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় দুর্দান্ত স্কোর গৃহপ্রবেশের। আর এবার রীতিমতো জমে উঠেছে এই ধারাবাহিক। নতুন করে জিনিয়ার চালে সমস্যার মুখোমুখি শুভলক্ষ্মী।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৭ ফেব্রুয়ারি | Grihoprobesh Today Episode 17th February
জলসা পর্দার গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যায়, আদৃতকে বিয়ে করার পর থেকেই একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে শুভলক্ষ্মী। বুদ্ধিমতী ও গুণবতী নায়িকা হাসিমুখে প্রত্যেকটি পরীক্ষার সম্মুখীন হচ্ছে। আর তার মধ্যেই ধীরে ধীরে প্রেম বাড়ছে দুজনের। ভ্যালেন্টাইন্স ডের দিন একসঙ্গে হল শুভ এবং আদৃত।
ধারাবাহিকের এপিসোডে দেখা যায়, একসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে বাড়ির বাইরে গিয়েছে শুভলক্ষ্মী ও আদৃত। আর সেটা ঠাম্মি কথায় কথায় জানায় সেবন্তীকে। শুভ-আদৃত একসঙ্গে বাড়ির বাইরে বেড়িয়েছি শুনেই প্রচন্ড রেগে যায় সেবন্তী। অন্যদিকে, আসন্ন বিপদের
কথা চিন্তা করতে থাকে শুভলক্ষ্মী।
আরও পড়ুনঃ প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা! প্রতুল মুখোপাধ্যায়ের পর আবার শোকের ছায়া বাংলা বিনোদন জগতে
প্ল্যান করে অয়নার ওপর অ্যাটাক করে জিনিয়া। নিস্তব্ধ রাস্তায় অয়নাকে বিপদে ফেলে উদ্ধার করে অসুস্থ অয়নাকে নিয়ে বাড়ি ফেরে জিনিয়া। আর বাড়ি ফিরে ভাবতে থাকে, এবার এই পরিবারের সবার মনে তার জন্য জায়গা দুর্বল হবে। সেবন্তী অয়না সহ অন্যেরা জিনিয়ার উপর কৃতজ্ঞ হয়ে পড়ে। এরমধ্যে বাড়ি ফেরে শুভ ও আদৃত।
সেবন্তী কড়া স্বরে শুভর সঙ্গে কথা বললে আদৃত প্রতিবাদ করে। কিন্তু, জিনিয়া অয়নাকে এতটা সাহায্য করেছে জেনে মনে মনে ভাবতে থাকে আজ জিনিয়া ছিল বলে অয়না অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছে। কিন্তু শুভর মনে সন্দেহ থেকেই যায়। অত নিস্তব্ধ রাস্তায় জিনিয়া কিভাবে সেই সময় সেখানে উপস্থিত হল সেই কথা চিন্তা করে সন্দেহ হয় শুভর। এখন দেখা যাক, শুভ জিনিয়ার মুখোশ খুলে দিতে পারে নাকি।