প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা! প্রতুল মুখোপাধ্যায়ের পর আবার শোকের ছায়া বাংলা বিনোদন জগতে

বাংলার অভিনয় জগতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র কয়েক বছরেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন তিনি। নাটক ও টেলিভিশন দুনিয়ায় তার উত্থান ছিল চমকপ্রদ, কিন্তু অকালেই থেমে গেল সেই যাত্রা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে এত অল্প বয়সে কেন এই মেধাবী শিল্পী না ফেরার দেশে চলে গেলেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মাত্র কয়েকদিন আগেই বাংলা সংগীত জগতে নক্ষত্রপতন হয়েছে, চলে গেছেন কিংবদন্তি গায়ক প্রতুল মুখোপাধ্যায়। তার মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মন ভারাক্রান্ত হয়ে ছিল, আর এবার অভিনয় জগতে নেমে এলো আরেক দুঃসংবাদ। প্রতিভাবান বাংলাদেশি অভিনেতা শাহবাজ সানি আর নেই। শাহবাজ সানির মৃত্যু ঢালিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। মাত্র কয়েক বছর আগেই যাত্রা শুরু করা এই তরুণ অভিনেতা অল্প সময়েই নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয়গুণ ও চরিত্রের প্রতি আত্মনিবেদন তাকে বিশেষভাবে পরিচিত করে তুলেছিল।

‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন শাহবাজ সানি। ইমারুল রাফাত পরিচালিত এই নাটকেই প্রথমবার দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একে একে অভিনয় করেন ‘গোলাম কিবরিয়ার আব্দুল্লা’, ‘চোরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’সহ একাধিক জনপ্রিয় নাটকে। ২০১৮ সালে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। সানি তার চরিত্রে বরাবরই বাস্তবের ছোঁয়া আনতে পারতেন, যা দর্শকদের হৃদয়ে দাগ কাটত।

আরও পড়ুনঃ ‘অপরাজিত’-র পর ‘বাবু সোনা!’ জিতু’কে মেনে নিতে পারলেন না দর্শকরা, নিজের সিনেমা নিয়ে সন্তুষ্ট নন খোদ নায়ক

রবিবার গভীর রাতে, অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি সাড়ে তিনটার দিকে, ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে তার অকাল প্রয়াণে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অপূর্ব প্রথম তার মৃত্যুর খবর শেয়ার করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। এরপর থেকেই অভিনেতার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

একজন প্রতিভাবান শিল্পীর এমন অকাল বিদায় তার ভক্তদের পাশাপাশি গোটা নাট্যজগতের জন্য এক বিরাট শূন্যতা তৈরি করল। প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যু যেমন বাংলা সংগীতের জন্য এক বিশাল ক্ষতি, তেমনই শাহবাজ সানির চলে যাওয়া ঢালিউডের জন্য এক দুঃখজনক অধ্যায়। তার স্মৃতি, তার কাজ, তার অভিনয় বেঁচে থাকবে দর্শকের মনে। কিন্তু এত কম সময়ে চলে যাওয়া এক বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেল, যা দীর্ঘদিন মনে থাকবে তার সহশিল্পী ও ভক্তদের কাছে।