স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, কুর্চি কমলিনীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় জন্মদিনের উদযাপনে। বাড়িতে কমলিনীর বাপের বাড়ির লোকেরাও এসে উপস্থিত হন। নিজের হাতে বাড়ি সাজিয়ে কেক নিয়ে এসেছে নতুন। শেষবারের মতো সাদা শাড়ি পরে কমলিনী উপস্থিত হয়।
কমলিনী আসতেই নতুন তাঁর উদ্দেশ্যে গান শুরু করে, সবমিলিয়ে কিছুটা শান্তিতেই চলছিল কমলিনীর জন্মদিন উদযাপন। হঠাৎ করেই নির্লজ্জের মতো চন্দ্র এসে হাজির হয় সেখানে। সরাসরি কমলিনীর উদ্দেশ্যে কটুক্তি করতে থাকে সে। চন্দ্রের কথায়, কমলিনী আর নতুনের যে সম্পর্ক সেটা জানলে সে কখনওই কমলিনীর জীবনে আসতো না।
কমলিনীকে চন্দ্র আবারও মনে করিয়ে দেয় যে এখনও কমলিনী তাঁর আইনতা স্ত্রী এবং নতুন সরে গেলে তাদের সম্পর্ক আবার আগের মতো হতো। নতুন বলে, সে অতীতে চাইলেও এখন মনে করে কমলিনী চন্দ্রের মতো লোকের প্রাপ্য নয়। চন্দ্র বলে তাঁর স্ত্রী সতী সাবিত্রী ছিল, কিন্তু তাঁর স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া সেই জায়গায় বাইরের লোক ঢুকে পড়েছে।
কমলিনীর বৌদিও চন্দ্রের সুরে গান গাইতে থাকেন। তিনি বলেন, স্বামীর বন্ধু আর তাঁর স্ত্রী এর মধ্যে এমন সম্পর্ক সমাজের নিন্দনীয়। মিঠি রেগে গিয়ে নিজের মায়ের অপমানের বিরোধিতা করলে, কমলিনীর বৌদি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, তার কাছে স্বামী-স্ত্রীর সম্পর্ক বাইরে কোনও সম্পর্ক নেই। আর এমন সম্পর্ককে সমাজ যথেষ্ট খারাপ চোখেই দেখে।
আরও পড়ুনঃ টিআরপি দৌড়ে নতুন চমক! নিজের স্থানে অব্যাহত ‘পরশুরাম’! ‘ফুলকি’ আরও পিছিয়ে, ‘চিরসখা’ করল বাজিমাত! জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সেরা পাঁচে কে এগিয়ে, কে পিছিয়ে?
সবাই মিলে চেপে ধরতে তিনি বলেন, কমলিনীর মতো যারা নিজের স্বামীকে তাড়িয়ে পর পুরুষের দেওয়া বাড়িতে একসঙ্গে ঘর করে, তাদের সমাজ নতুন বাবুদের মতো লোকের র’ক্ষিতা বলে! কমলিনী কান্নায় ভেঙে পড়ে, আর চন্দ্র সমর্থন করতে থাকে এইসব কথা। মিটিল সহ্য করতে না পেরে চন্দ্রকে ‘ক্রিমিনাল মাইন্ডেড লোক’ বলে আখ্যা দেয়। এবার চন্দ্রও গলা চড়াতে শুরু করে সবার উপর।