মিঠির ভালোবাসা প্রকাশেই চমক! ‘চিরসখা’য় নাটকীয় মোড়, প্লুটো হঠাৎ বেঁচে উঠল! শেষবার দেখা নয়, মিঠির মুখে সত্যি শুনতেই ফন্দি করে আ’ত্ম’হ’ত্যার নাটক প্লুটোর! আসছে ধামাকা পর্ব

স্টার জলসার ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, প্লুটোর নিঃশব্দ শ্ম’শানপর্যায়ে যাওয়ার আগে সবাই তার শেষবার দেখা করতে জড়ো হয়েছে। বাকি পরিবার কিছুটা আগে পৌঁছায় মিঠির তুলনায়, কিন্তু ইতোমধ্যেই সেখানে উপস্থিত সবাই প্লুটোকে শেষবার দেখে অবাক। মৌয়ের বাড়ি, মিঠির পরিবার, বন্ধু ও পরিচিতরা সবাই প্লুটোর পরিবারের পাশে দাঁড়ায়।

মিঠি এসে ভাঙা হৃদয়ে তাকিয়ে থাকে, চারপাশে শোকের ছায়া নেমে এসেছে। প্লুটোর বাবা ও মা দু’জনেই ক্রমশই স্তব্ধ হয়ে যান, দেখেন ছেলে যে তাদের চোখের সামনে শান্তভাবে শুয়ে রয়েছে। মৌ, যে কনের সাজে অপেক্ষা করছিল, মুহূর্তেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। বন্ধুরা এবং অতিথিরা একে একে শোক প্রকাশ করে। কমলিনীকে নতুনকে জানান, সব শেষ।

ঘরের পরিবেশ চুপচাপ, তবু প্রত্যেকের চোখে অশ্রু ভরা। সবার সামনে প্লুটোর মৃদু হাসি ও শান্ত ভঙ্গি যেন সকলের মনে ভয়াবহ শোকের চিহ্ন রেখে যায়। মিঠি তার প্রিয়জনকে শেষবার দেখে নিজেকে সামলাতে পারছে না। এই কঠিন মুহূর্তে সবাই উপলব্ধি করে যে, প্লুটোর শরীরে প্রাণ ফিরছে! মিঠি এদিকে নিজের ভালোবাসা স্বীকার করছে প্লুটোর সামনে।

আর বলছে সময় থাকতে বিয়েটা আটকাতে পারত এটা হবে জানলে। মিঠির ভালোবাসা দেখেই প্লুটো হঠাৎ বেঁচে ওঠে! মিঠি প্লুটোকে ভালোবাসে এটা বলতেই প্লুটো উঠে পড়ে আর বলে যে, সব অভিনয় করেছে, মিঠির মুখ থেকে সত্যিটা জানতে চেয়েছিল। একটা ঘুমের ওষুধ খেয়েছে যাতে সবাই বোঝে যে সে মা’রা গেছে। দর্শকরা এক রকম উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে—‘চিরসখা’তে এটা কী হলো!

আরও পড়ুনঃ এক যুগ পরে ধারাবাহিকে ফিরছেন রণিতা! ‘বাহামণি’র পর ১২ বছর দীর্ঘ বিরতি, অবশেষে ধরা দেবেন ছোটপর্দায়! অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন স্টার জলসার প্রিয় নায়ক! ‘ইষ্টি কুটুম’-এর স্মৃতি উস্কে ফের কি আসছেন ঋষি কৌশিক?

যদিও এটা কোন‌ও এক ভক্তরই মস্তিষ্কপ্রসূত এই প্লট, এই প্লটের ভাবনা বাস্তবের চেয়ে অনেক বেশি নাটকীয় এবং কিছুটা কল্পনার ছোঁয়াও রয়েছে। গল্পে যদিও, প্লুটো সত্যি সত্যিই মারা গেছে। দর্শকরা চাইছে যেন আবার বেঁচে ওঠে এবং মিঠির সঙ্গে বিয়ে হয়, সেই জন্য তারা এই গল্প বানিয়েছে। তবে যা লেখা হয়েছে, সেটি কোনও আসল পর্ব নয়, কারোর বানানো গল্প মাত্র।