শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’! গল্পে চরম নাটকীয় মোড়, গীতার মৃ’ত্যু দিয়েই শেষ! গীতা-স্বস্তিক এবার বিদায় জানাবে দর্শকদের! কবে হতে চলেছে ধারাবাহিকের শেষ সম্প্রচার?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’ (Geeta LL.B Serial Ending) এখনও প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় নিজের জায়গা ঠিক ধরে রেখেছে। নায়িকা গীতার জীবনের ওঠাপড়া, একটার পর একটা নতুন বিপদ, এবং আদালতের ভেতরে-বাইরের সংগ্রাম— সব মিলিয়ে দর্শকদের কাছে ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একদিকে গীতার নির্ভীক মনোভাব, অন্যদিকে স্বস্তিকের সঙ্গে তার প্রেমের গল্প, দু’জনে মিলে নানা বাধা পেরিয়ে এগিয়ে চলেছে জীবনে।

কিছুদিন আগেই গল্পে আসে বড়সড় মোড়, জানা গেছে গর্ভবতী হয়েছে গীতা। সময় এগোতে থাকায় পরিবারের সবাই আয়োজন করে তার সাধের অনুষ্ঠান। হাসি-খুশিতে ভরা এই আয়োজনে শ্বশুরবাড়ির সদস্যরা সবাই মেতে উঠে। কিন্তু আনন্দঘন মুহূর্তের মাঝেই ঘটে যায় অঘটন! তখনও অনুষ্ঠানে পৌঁছায়নি স্বস্তিক, খুব দ্রুত গাড়ি চালিয়ে সে বাড়ি ফেরার চেষ্টা করছে। আর ঠিক এমন সময়ে রাস্তায় একদল দু’ষ্কৃতী তার গাড়ি সামনে দাঁড়িয়ে পথ আটকায়।

দৃশ্যের মোড় ঘুরে যায় মুহূর্তেই! গাড়ি থেকে নামতেই স্বস্তিকের ওপর চলে গু’লি, আর সেই গুলি সরাসরি লাগে তার বুকে। মাটিতে লুটিয়ে পড়ে সে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা মৃ’ত ঘোষণা করেন। মর্গে দেহ শনাক্ত করার জন্য খবর দেওয়া হয় গীতাকে। খুশির অনুষ্ঠানের মাঝেই এমন সংবাদে স্তব্ধ হয়ে যায় সে, বিশ্বাস করতে চায় না যে তার জীবনে এত বড় বিপর্যয় নেমে আসতে পারে।

কিন্তু এখানেই শেষ নয়, কাহিনির আরেকটি বড় ধাক্কা আসে যখন জানা যায়, কাব্যা নাকি এবার গীতাকে খু’নের চেষ্টা করছে! প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে গীতা। চিকিৎসকরা জানিয়ে দেন, গীতার আয়ু খুব বেশি হলে আর মাত্র ছয় মাস। সূত্রের খবর, সন্তানের জন্ম দিতে গিয়েই হয়তো মৃ’ত্যুর মুখে পড়তে পারে সে। এই সংবাদে ভেঙে পড়ে পুরো পরিবার। সব মিলিয়ে ধারাবাহিকে এখন একের পর এক চমক।

আরও পড়ুনঃ পেটের ক্যা’ন্সার ও একাধিক শারীরিক জটিলতার সঙ্গে লড়াই শেষে চিরনিদ্রায় বর্ষীয়ান শিল্পী বাসন্তী চট্টোপাধ্যায়! বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া!

গীতা ও স্বস্তিকের ভবিষ্যৎ কি? কাহিনি কি শেষের দিকে এগোচ্ছে? টেলিপাড়ায় গুঞ্জন, এই হতে পারে গীতা এলএলবি–এর শেষ অধ্যায়। তবে এই ঘটনা আদৌ ঘটবে কিনা, তা এখনই নিশ্চিত নয়। এটি সম্পূর্ণ গল্পের সম্ভাব্য মোড়ের উপর ভিত্তি করে দর্শকদের অনুমান। তবে, ধারাবাহিক শেষে হচ্ছে এটা শুধুমাত্র অনুমান, চ্যানেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page