পেটের ক্যা’ন্সার ও একাধিক শারীরিক জটিলতার সঙ্গে লড়াই শেষে চিরনিদ্রায় বর্ষীয়ান শিল্পী বাসন্তী চট্টোপাধ্যায়! বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া!

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের (Basanti Chatterjee Death) জীবনাবসান ঘটল ৮৮ বছর বয়সে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। গত ছয় মাস ধরে ছিলেন শয্যাশায়ী, ফলে বাধ্য হয়ে অভিনয় থেকে দূরে সরে যেতে হয়েছিল তাঁকে। শেষবার তিনি ছোটপর্দায় দেখা গিয়েছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে। উল্লেখ্য প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। কিশোর বয়সে বিনোদনের জগতে প্রবেশ করেছিলেন তিনি।

শুরু করেছিলেন নাচের দলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে। ধীরে ধীরে থিয়েটারের মঞ্চ থেকে সিনেমা ও টেলিভিশনের জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। কর্মজীবনে উত্তমকুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাসের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল তাঁর। তবে জীবনের শেষ সময়ে নানা শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন এই অভিজ্ঞ অভিনেত্রী। পেটের ক্যা’ন্সারে আক্রান্ত ছিলেন তিনি, উপরন্তু একটি কিডনিও অকেজো হয়ে গিয়েছিল।

চিকিৎসার জন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থের, তবুও তিনি মনোবল ধরে রেখেছিলেন। চলতি বছরের শুরুর দিকে তিনি আবারও ‘গীতা এলএলবি’-র সেটে ফিরেছিলেন এবং ধারাবাহিকের এক বছরের উদযাপনে অংশ নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, এর কিছুদিন পরেই একটি দুর্ঘটনায় তাঁর পাঁজর ভেঙে যায়, যা তাঁর শারীরিক অবস্থা আরও জটিল করে তোলে। সেই সময় থেকেই অভিনয়ের মঞ্চ এবং সেট থেকে দূরত্ব তৈরি হয় তাঁর।

আরও পড়ুন: “মৃত্যুই বোধহয় ভালো!”— পঁচিশ হাজার টাকার ওষুধ, নেই কাজ! কোথায় সরকার, কোথায় ইন্ডাস্ট্রি? অবহেলা আর অভাবেই বাঁচছেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়!

এপ্রিল মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিমেদুর হয়ে বলেছিলেন, মাত্র পনেরো বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এবং প্রায় সত্তর বছরের যাত্রা তাঁকে অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে। সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের কাছ থেকে তাঁর মৃত্যুর খবর জানা যায়, যিনি জানান যে বাসন্তী শেষদিকে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন এবং হয়তো সেই যন্ত্রণা থেকেই মুক্তি পেলেন।

আরও পড়ুন: কাজ বন্ধ, রোজগারও বন্ধ! দুর্ঘটনার শিকার হয়ে গৃহবন্দী বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়! তীব্র অর্থকষ্টে কাটছে দিন

বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে ভক্তদের হৃদয়ে তাঁর অবদান চিরকাল অম্লান থাকবে। দীর্ঘ অভিনয় জীবন, অসংখ্য চরিত্র এবং ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়েও তিনি বাংলা বিনোদন জগতে এক অবিস্মরণীয় নাম হয়ে রইলেন।