চেনা ছক ভাঙলো জলসা! নারী কেন্দ্রিক প্যানপ্যানে গল্প ছেড়ে এবার আসছে পুরুষকেন্দ্রিক গল্প! আসছে পরশুরাম

পুরুষরা আর সাইড ক্যারেক্টার নয়! জলসায় প্রাধান্য পাচ্ছে পুরুষকেন্দ্রিক গল্প

টেলিভিশন (Television) পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক আসছে। জি বাংলা, স্টার জলসা থেকে শুরু করে সান বাংলা ও কালার্স বাংলা প্রায় সব চ্যানেলেই নিত্যনতুন ধারাবাহিকের ঘনঘটা। জি বাংলায় যেমন নতুন ধারাবাহিক অপেক্ষারত, তেমনি স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক। আর এবার প্রকাশ্যে এলো ‘পরশুরামের’ প্রোমো।

এই প্রথম পুরুষ কেন্দ্রিক ধারাবাহিক জলসায়!

দীর্ঘ বহু বছর ধরে টেলিভিশন পর্দার ট্রেন্ড হলো নারী কেন্দ্রিক ধারাবাহিক। যেহেতু বাংলা সিরিয়াল বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের পছন্দের তালিকায় এগিয়ে থাকে, তাই নারী কেন্দ্রিক ধারাবাহিক শুরু করলে সেই ধারাবাহিকের হিট হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। সেই সূত্র ধরেই নারী কেন্দ্রিক মেগা সিরিয়ালগুলি দিনকে দিন হিট হচ্ছে।

তবে এবার প্রচলিত ছক ভাঙলো স্টার জলসা। নারী কেন্দ্রিক ধারাবাহিকের বদলে পুরুষ কেন্দ্রিক ধারাবাহিক আসছে জলসা পর্দায়। এই নতুন মেগা সিরিয়ালের নাম ‘পরশুরাম’।ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনেতা ইন্দ্রজিৎ বোস। যিনি দীর্ঘদিন ধরে স্টার জলসার ‘সাথী’ ধারাবাহিকের নায়ক হিসেবে অভিনয় করেছেন।

জি বাংলার রাশি, গোয়েন্দা গিন্নি, সান বাংলার সাথী ধারাবাহিক খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ বোস এবার স্টার জলসার পরশুরাম। যে এক হাতে বন্দুক চালায় আবার অন্য দিনে নিপাট ফ্যামিলি ম্যান। বাঙালি সংসারী পুরুষ। সকাল বেলা মাছ কিনতে বেরিয়ে ফোনে ছেলে মেয়ে কি ইংরেজি শেখাতে শেখাতেই দুষ্টু দমন করছে সে। পরনে লুঙ্গি ও শার্ট পরা পরশুরাম মাছ ওজন করতে বলেই ‘অপারেশন সাকসেসফুল’ করে ফেরে!

আরও পড়ুনঃ নতুন প্রেমের গল্প নিয়ে জলসায় আসছে নতুন ধারাবাহিক! নায়ক হয়ে ফিরছেন বীর শর্মা, নায়িকা কে?

নিঃসন্দেহে নতুন ধরনের ধারাবাহিক জলসা পর্দায় নজর কাড়ছে। ধারাবাহিকে ইন্দ্রজিৎ বোস ছাড়াও অভিনয় করবেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিয়ালে ইন্দ্রজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তৃণা। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই ‘পরশুরাম’ নিয়ে উন্মদনা তুঙ্গে। নতুন ধারাবাহিক সম্প্রচারের অপেক্ষায় সবাই।

You cannot copy content of this page