নতুন চমক নিয়ে স্টার জলসায় আসছে ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi)। এই ধারাবাহিক ঘিরে দর্শকদের কৌতূহল ছিল আগেই। এবার চ্যানেলের তরফ থেকে নিশ্চিত ঘোষণা আসতেই উত্তেজনা আরও বেড়েছে। সদ্য প্রকাশ্যে এসেছে প্রথম প্রোমো, আর সেই ঝলকেই নজর কাড়লেন মুখ্য দুই চরিত্র ঝাঁপি ও দীপ। ঝাঁপির ভূমিকায় রয়েছেন ‘শুভস্মিতা মুখোপাধ্যায়’ (Suvosmita Mukherjee) , আর দীপ চরিত্রে বহুদিন পর ছোটপর্দায় অভিনয় করছেন ‘সৌরভ চক্রবর্তী’ (Sourav Chakraborty)।
প্রোমোর শুরুতেই দেখা যায়, বিয়ের সাজে ঝাঁপি মণ্ডপের দিকে এগোচ্ছে। আচমকাই খবর আসে, বাবার ব্যবসায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে পরিবার। পাওনাদাররা এসে হুমকি দিতে শুরু করে। বিপদের মুখে বাবাকে রক্ষা করতে এগিয়ে আসে ঝাঁপি। পরিবারের সম্মান বাঁচাতে সে প্রতিজ্ঞা করে, দু’বছরের মধ্যে সব টাকা শোধ করে দেবে। এই ঘটনায় বিয়ে ভেঙে যায় ঝাঁপির।
তাঁর পাশে এসে দাঁড়ায় দীপ। সে জানতে চায়, ঝাঁপি এত বড় দায়িত্ব কীভাবে সামলাবে? ঝাঁপির উত্তরে যেন আভাস মেলে এক নারীর আত্মবিশ্বাস আর দুঃসাহসিক স্বপ্নের। সে বলে, নিজের ব্যাঙ্ক খুলবে সে। সমাজে মহিলাদের এগিয়ে যাওয়ার প্রতীক হয়ে উঠতে চায় এই চরিত্র। তার চোখে লুকিয়ে থাকা আত্মমর্যাদা ও দৃঢ় সংকল্প প্রোমোর প্রতিটি দৃশ্যকে আরও গভীর অর্থ দিয়েছে।
ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী ঝাঁপি’ও যেন প্রতীক হয়ে উঠেছে নারীর সাহস, সম্ভাবনা ও অর্থনৈতিক স্বনির্ভরতার। এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় প্রত্যাবর্তন করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। থাকছেন অভিজ্ঞ অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়ও। যদিও ধারাবাহিকটি কবে থেকে শুরু হচ্ছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ রায় বাড়িকে রক্ষা করতে হাজির পুলক! মোহনার দিন শেষ! শুভর পাশে রয়েছে এখন আদির বাবা! তবে, কি পুলক বাড়িতে ফিরিয়ে আনবে শুভকে? কোন দিকে গৃহপ্রবেশ সিরিয়ালের গল্পের মোর নেবে?
তবে শোনা যাচ্ছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে শ্যুটিং এর তৃতীয় বা শেষ সপ্তাহে শুরু হবে পর্দায় সম্প্রচার। স্লট হিসেবে বেছে নেওয়া হয়েছে সন্ধ্যে ৬ অথবা ৬:৩০। ইতিমধ্যেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’এ শুভস্মিতার অভিনয় দর্শকরা অনেক পছন্দ করেছেন, এবার দেখার পালা এই নতুন ধারাবাহিকেও সেই জনপ্রিয়তা অক্ষুন্ন থাকে কি না।






‘রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরীর পরেই আমি, ওই দু’জনের পর কবীর সুমন নামটাই তো স্বাভাবিক!’ কবীর সুমনের বিতর্কিত দাবি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে, শিল্পীর বক্তব্যে আহত বাঙালির আবেগ?