এক বছর আগের কথা। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর (Preetha Chakraborty) মধ্যে মতবিরোধের কথা প্রকাশ্যে আসে। পৃথা জানিয়েছিলেন, তাঁদের সংসারে ভাঙন ধরেছে। প্রথমে সুদীপ তা মানতে চাননি, কিন্তু পরে তিনিও দাম্পত্যে সমস্যা থাকার কথা স্বীকার করেন। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে অনেক কথা হয়েছিল টলিপাড়ায়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে তাঁদের সম্পর্কে। এখন আবার একসঙ্গে দেখা যাচ্ছে সুদীপ ও পৃথাকে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নতুন ছবি দেখে অনেকেই অবাক। সবাই জানতে চাইছে, তবে কি আবার এক হয়েছেন তাঁরা? এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই। তাঁর কথায়, “যে কোনও সম্পর্কে মতবিরোধ হয়েই থাকে। আমরা দু’জনেই আলাদা মানুষ, তাই ভাবনা-চিন্তায়ও পার্থক্য থাকবে। এখন আমরা আবার একসঙ্গে আছি।”
দুই ছেলের মুখ চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। তাঁদের সন্তানরা এখনও ছোট। তারা যেন কোনও নেতিবাচক প্রভাবের মধ্যে না পড়ে, সেই কারণেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত। সুদীপ বলেন, “ওরা ভাবে আমি সুপারহিরো। আসলে ওরা আমার ধারাবাহিক দেখার বয়সে পৌঁছায়নি, কিন্তু ভাবে বাবা সব পারে।” এই কথাগুলোতেই বোঝা যায়, দুই সন্তানের জন্য কতটা ভালোবাসা রয়েছে তাঁর মনে।
পরিবারের সঙ্গে সময় কাটানো এখন তাঁর সবচেয়ে বড় আনন্দ। মাঝে মাঝে তিনি ছেলেদের সঙ্গে খেলা করেন, ভিডিও কল করেন, আর ছবি শেয়ার করেন। এই মুহূর্তে তিনি আবারও কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু পরিবারের জন্য সময় রাখছেন নিয়মিত। জীবনের টানাপোড়েনের মধ্যেও এখন তিনি অনেক বেশি শান্ত ও স্থির।
আরও পড়ুনঃ “সব জেনেই দিদিকে ভালবেসে বিয়ে করেছিলেন কৌশিক দা! নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল, যা দিদির সংবেদনশীল মনে গভীর দাগ ফেলেছিল।” অকপট সৈকত মিত্র
এখন দর্শকরা তাঁকে ‘চিরসখা’ ধারাবাহিকের ‘স্বতন্ত্র’ চরিত্রে দেখছেন। পর্দায় যেমন কমলিনী আর স্বতন্ত্রের সম্পর্কে উত্থান-পতন চলছে, বাস্তবেও তেমনই নানা ঘটনার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা। সত্যিই, সুদীপের জীবন যেন এক সম্পূর্ণ সিনেমার গল্প—উত্থান, ভাঙন আর নতুন শুরুতে ভরা!