বৃন্দা চরিত্রের মুখ বদল! পর্দা কাঁপাতে ফিরছেন দুর্ধর্ষ খলনায়িকা! কে আসছেন চরিত্রে?

সিরিয়ালে মুখ বদল এই মুহূর্তে ‘আম-বাত’ হয়ে দাঁড়িয়েছে। পার্শ্বচরিত্র কোন ছাড়! অহরহ মুখ বদল হয়ে চলেছে মূল চরিত্রের অভিনেতাদেরও। যেমন ‘চিনি’ বা ‘তুমি আশেপাশে থাকলে’। এবার এমনই ঘটনা ঘটল ‘রাঙামতি’তে (Rangamoti Tirandaj)

স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’। শুরুর দিন থেকেই বেশ জনপ্রিয় এই মেগা। সিরিয়ালের খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন মধুরিমা চক্রবর্তী। জনপ্রিয়তায় নায়িকার থেকে কোনও অংশে কম যান না তিনি।

সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ হাসপাতালের চিকিৎসাধীন অভিনেত্রী। জরায়ুর সমস্যায় ভুগছেন মধুরিমা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। কিন্তু অসুস্থতার কারণে অনেক রক্তক্ষরণ হয়েছে। তাই একটু দুর্বল লাগছে। আরও কয়েকদিন আমাকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা’।

শারীরিক অসুস্থতার কারণে রাঙামতি তিরন্দাজের মুখ্য চরিত্রের মুখবদল। আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর। আরও জানা গিয়েছিল, বড় বৌদির বৃন্দার চরিত্রে দেখা যাবে অন্য অভিনেত্রীকে। শোনা গিয়েছিল মিষ্টি সিংয়ের নাম। তবে সব জল্পনা উড়িয়ে পর্দায় ফিরছেন সুদীপ্তা ব্যানার্জিকে।

শনিবার থেকে বৃন্দা চরিত্রের মুখবদল কার্যকরী হবে। সেদিন থেকেই পর্দায় দেখা যাবে না মধুরিমাকে। বদলে আসছেন সুদীপ্তা ব্যানার্জি। এর আগে সুদীপ্তাকে দেখা গিয়েছিল সাত ভাই চম্পা, সোহাগ জলের মতো একাধিক নামী সিরিয়ালে। সমাজমাধ্যমে অনেকেই মজা করে মন্তব্য করেছেন, ‘রাক্ষসী কটকটি ও মণিমল্লিকা এখনো পর্দার শাশুড়ি বৌমা’।

Sudipta Banerjee

আরও পড়ুনঃ “বেচারা সিরিয়ালের নায়ক-নায়িকাদের দেখলে কষ্ট হয়…সব রেডিমেড অভিনেতা”: শাশ্বত চ্যাটার্জী