ফের টেলিভিশনে কামব্যাক অভিনেত্রী স্বস্তিকার! ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র চরিত্রে নতুন চমক নিয়ে ফিরছেন অভিনেত্রী

দীর্ঘ বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তাঁর উপস্থিতি নজরকাড়া, তবে টেলিভিশনের হাত ধরেই তিনি পৌঁছেছিলেন ঘরে ঘরে। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিক তাঁকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা। এরপর ওয়েব ও সিনেমার দুনিয়ায় ব্যস্ত থাকলেও, টিভিতে তাঁর ফেরা ছিল অনেকের কাছে এক বড় খবর।

গত কয়েক বছরে স্বস্তিকা দত্ত অভিনয় করেছেন বেশ কিছু সফল প্রজেক্টে—যেমন ‘চালচিত্র’, ‘আলাপ’ (২০২৪) এবং ‘ফাটাফাটি’ (২০২৩)। এই ছবিগুলিতে তাঁর চরিত্রের বৈচিত্র্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে অভিনয় করে ডিজিটাল দর্শকদের মন জয় করেছেন। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর আরেকটি ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’, পাশাপাশি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এরও মুক্তি অপেক্ষায়।

তবে এত সাফল্যের মাঝেও স্বস্তিকা আবার ফিরতে চলেছেন টেলিভিশনের জগতে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে। তখন অভিনেত্রী জানিয়েছিলেন, আর ছোট পর্দায় কাজ করবেন না। কিন্তু সময়ের সঙ্গে মত বদলেছে। নতুন একটি চরিত্রের প্রতি টানই তাঁকে ফের টেলিভিশনে ফিরিয়ে আনছে।

স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এখানে মূল চরিত্র বিদ্যা ব্যানার্জী-র ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। ধারাবাহিকটি পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী, যার গল্প সমাজের বাস্তব চিত্রকে সামনে আনে। ধারাবাহিকের ট্যাগলাইনই বলে দেয় মূল ভাবনা— “হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে।”

আরও পড়ুনঃ “জাতীয়স্তরের চ্যানেল হয়ে, লজ্জা করে না বিশ্বকবির সৃষ্টিকে ভেঙ্গাতে?” “বাঙালি হয়েও এমন কৌতুকভাবে কবিগুরুকে ছোট করছে দেবীনা…দাঁত বের করলেই কুল হয় না!” — রবীন্দ্রনাথের গানকে ‘বৌদের অ্যানথেম’ বলে হাসাহাসি, কালার্স টিভিকে তুলোধোনা বাঙালিদের!

ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিয়ালের শুটিং। যদিও এখনো জানা যায়নি অন্য অভিনেতা-অভিনেত্রীরা কারা থাকছেন বা কখন থেকে শুরু হবে সম্প্রচার। তবে স্বস্তিকার কামব্যাকের খবরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ছোট পর্দায় ফের বাংলার ‘ঘরের মেয়ে’ হয়ে ফিরছেন তিনি, আর তাঁর নতুন চরিত্র নিয়েই এখন উৎসাহ তুঙ্গে ভক্তদের মধ্যে।