জলসা ভক্তদের জন্য সুখবর! ২৩শে ফেব্রুয়ারি থেকে জলসায় সম্প্রচারিত হবে বহু প্রতীক্ষিত ধারাবাহিক!

বাংলা চ্যানেলগুলিতে সম্প্রতি টিআরপি হারিয়ে বন্ধ হয়েছে অনেকগুলি ধারাবাহিক। ঠিক তেমনই শুরু হয়েছে অনেকগুলি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই সান বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক দ্বিতীয় বসন্ত, তাছাড়াও জি বাংলায় শুরু হয়েছে আলোর কোলে এবং মিঠিঝোরা, স্টার জলসাও (Star Jalsha) শুরু হয়েছে চিনি তবে আরও কতগুলি নতুন ধারাবাহিক শুরু হবে মূল চ্যানেলগুলিতে এইরকমটাই জানা গেছে।

জি বাংলায় ৪ টি প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে। ঠিক তেমনই স্টার জলসাও আসতে চলেছে টেন্ট সিনেমা প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক বধুয়া। তার প্রোমো ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। ধারাবাহিকের নির্দিষ্ট ধারাবাহিকতা ভেঙে এইবার একেবারে অন্য স্বাদের গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে টেন্ট সিনেমা। সেখানে মূল চরিত্রের জীবনের লক্ষ্য সেই গল্পের মূল বিষয় নিয়ে, বরং মূল অভিনেত্রীর জীবনের অতীতই এই ধারাবাহিকের মূল বিষয়।

সেই বিষয়ে কথা বলতে গিয়ে প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা জানিয়েছে এই স্বাদের ধারাবাহিক আগে কখনও দেখেনি বাঙালিরা। সুতরাং বলাই যাচ্ছে একদম নতুন কিছু আসতে চলেছে ধারাবাহিকে। যার মধ্যেই রয়েছে একটি গল্প এবং তার সঙ্গে রয়েছে একটি ম্যাসেজ। যা দর্শকদের কিছু জীবনে কিছু করার কথা বলবে না, বরং এই ধারাবাহিক বলতে জীবনে লড়াই করে বাঁচার গল্প। জীবনকে নতুন করে বাঁচার গল্প। যা আবালবৃদ্ধবনিতাদের সকলেরও খুব পছন্দ হতে চলেছে। ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন রাজওয়ান রব্বানী শেখ, নবাগতা জ্যোতির্ময়ী এবং দীপঙ্কর দে।

সাড়ে ৭টা না ৮টা?ধারাবাহিকটির সম্প্রচারের সময় নিয়ে প্রথমে জল্পনা বাঁধলেও পরে জানা গেল ৮ টায় অর্থাৎ তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকের সময় পরিবর্তন করে, সেই সময় আসতে চলেছে বঁধুয়া। ধারাবাহিকটির তারিখ নিয়েও হয়েছিল সমস্যা। প্রথমে জানা গেছিল ধারাবাহিকটি শুরু হচ্ছে ১৩ তারিখ থেকে কিন্তু পরে স্টার জলসা কোনও কারণে ধারাবাহিকটির সম্প্রচারের তারিখ পিছিয়ে দেয়। বর্তমানে জানা গেছে ধারাবাহিকটি সম্প্রচারিত হতে চলেছে ২৩শে ফেব্রুয়ারি থেকে। যদিও তারিখ পিছিয়ে দেওয়ার আসল কারণ টেন্ট সিনেমাকে জানায়নি স্টার জলসা।

তাহলে আপনারা কতটা উৎসাহিত এই নতুন ধারাবাহিক নিয়ে? কি মনে হয় আপনাদের দর্শকদের মনে কি জায়গা করে নিতে পারবে এই ধারাবাহিকটি? জানা যাবে আসন্ন সময়ে।