Balijhor: রামপ্রসাদের স্লট দেওয়ার পর বালিঝড়ের নতুন সময় দেয়নি! “তিনজনের গল্পে তিনজনকে গুরুত্ব না দিলে এমনই হয়, গল্পটাকে শেষ করে দিল লেখিকা”! প্রমাদ গুনছে দর্শক
দু’মাস মতো হলো টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক ‘বালিঝড়'(Balijhor)। তবে তেমন পারফরম্যান্স করতে পারছে না এই ধারাবাহিক। বর্তমানে স্টার জলসার(Star Jalsha) প্রাইম টাইমে থাকা অন্যতম ধারাবাহিক হল বালিঝড়। লীনা গঙ্গোপাধ্যায়ের(Leena Ganguly) লেখনীতে এই ধারাবাহিকে পরিচালনার দায়িত্বে রয়েছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং স্নেহাশিস জানা।
একটা সময় TRP তালিকায় রাজ করত ধারাবাহিক খড়কুটো। গুনগুন-সৌজন্যর জুটিকে ফেরানের আর্জি জানিয়েছিলেন ভক্তরা। গুঞ্জন সেই আর্জি মঞ্জুর করেন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর লেখা ধারাবাহিকেই ফের স্টার জলসায় ফিরেছেন তৃণা ও কৌশিক। তবে এবার শুধু তৃণা আর কৌশিক নয়, তাঁদের সঙ্গেই ফিরেছেন ইন্দ্রাশিস রায়! এবার রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর সেখানেই দেখা যাচ্ছে তৃণা, কৌশিক ও ইন্দ্রাশিসের ত্রিকোণ প্রেম। কিন্তু কোনওভাবেই খড়কুটোর ক্রেজ ফিরে আসছে না। দর্শকরা তেমন আগ্রহী নয় এই ধারাবাহিককে নিয়ে। টিআরপি তালিকার প্রথম দশে নেই এই ধারাবাহিক দুটি।
দীর্ঘদিন ধরে এই ধারাবাহিককে প্রাইম টাইম থেকে সরিয়ে দুপুরের স্লটে পাঠানোর দাবি তুলেছিল দর্শক। গুঞ্জন উঠেছে দর্শকদের দাবি মেনে নিয়ে টাটকা দুপুরে নাকি পাঠানো হচ্ছে এই ধারাবাহিককে। শোনা যাচ্ছে, বলা ভালো স্লট হারা হতে চলেছে এই ধারাবাহিক। সন্ধ্যা ৬ টার স্লটে এবার থেকে সম্প্রচারিত হবে ধারাবাহিক ‘রামপ্রসাদ।’ আগামী ১৭ই এপ্রিল থেকে সন্ধ্যা ৬টায়, ‘বালিঝড়’-এর স্লটে দেখা যাবে সব্যসাচী চৌধুরীর এই মেগা। দীর্ঘদিন স্লট পাচ্ছিল না এই ধারাবাহিক। তবে রামপ্রসাদ আসছে নিশ্চিত ঘটনা হলেও বালিঝড়-এর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছেনা।
টলিপাড়ার একাংশ অবশ্য বলছে, আধ ঘন্টা এগিয়েও আসতে পারে এই ধারাবাহিক সম্প্রচার সময়। আসলে ‘গুড্ডি’র সফর যে শেষ হচ্ছে তা নিশ্চিত, সুতরাং ম্যাজিক মোমেন্টসের একটা স্লট ফাঁকা হতে হতে চলেছে। আর এই ধারাবাহিক শেষ হলে আধঘন্টা এগিয়ে বিকেল ৫.৩০-এর স্লটে চলে আসবে ‘বালিঝড়’।
কিন্তু অন্য সূত্র মারফত জানা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে চলেছে ‘বালিঝড়’। জানা গেছে, ‘বালিঝড়’-এর পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নয় চ্যানেল। আর সেই কারণে ২ মাসেই পথ চলা শেষ হতে চলেছে এই ধারাবাহিকের! আর যা শুনে স্বভাবতই বিষন্ন ভক্তরা। এক নেটিজেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘এই জন্যই কি রামপ্রসাদ এর স্লট দেওয়ার পর বালিঝড় এর নতুন সময়ে দেয়নি। তিনজনের গল্পে তিনজনকে সমান গুরুত্ব না দিলে এমনি হয়। মহার্ঘ্য ঝোরার মিল চাওয়া মানে স্রোতকে প্রায় বাদই দিয়ে দেওয়া নয়। বালিঝড়কে Prime slot এ দেয়নি বলেই কি ইচ্ছা করে Cast Control করে গল্পটাকে শেষের দিকে নিয়ে গেল লেখিকা ???? কিন্তু এই 10 দিনেই বা কি করে সব ঠিক হয়ে যাবে গল্পে ???? এখনও সমুদ্র সেনের পর্দা ফাঁস, মহার্ঘ্যর সাথে মিল, স্রোতের পরিনতি কত কি বাকি আছে।’ ‘বালিঝড়’-এর ভবিষ্যতে কী আছে সেটাই এখন দেখার।