আপাতত অভিনয় থেকে বিরতি! তবে, ইন্ডাস্ট্রি থেকে দূরে নয়! এখন কি করছেন শ্রীময়ীর জাম্বো?

ঘটি-বাঙালের ঝগড়া, এ দৃশ্য বাঙালিদের মধ্যে চিরকালের। কখনো সেই ঝগড়া হয়ে ওঠে গম্ভীর আবার কখনও সেই ঝগড়াতেই থাকে খুনসুটিতে পরিপূর্ণ। এই ধরনের প্রতীকিস্বরূপ বাংলার মানুষেরা একসময় প্রায় রোজই দেখতে পেত টিভির পর্দায়। ২০১৪ সালের জি বাংলার (Zee Bangla) ‘বয়েই গেলো’ সিরিয়াল (Serial) যেন আজও বাংলার দর্শকদের মনে সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেছে।

এই ধারাবাহিকের মাধ্যমেই দেখা যেত আদতে বাস্তব জগতে ঘটি এবং বাঙালদের ঝগড়া ঠিক কী কী নিয়ে হতে পারে, তার আদর্শ উদাহরণ ছিল ‘বয়েই গেলো’। এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছিল এক নতুন জুটি। এই ধারাবাহিকের মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা গেছে বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং রোহিত সামন্তকে।

বর্তমানে বাসবদত্তাকে বিনোদন জগতে মাঝেমধ্যে দেখা গেলেও বিগত কয়েক বছর ধরেই দেখা মেলে না অভিনেতা রোহিতের। জানেন কী, তার আসল কারণ? খোঁজ নিয়ে জানা গেল অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “অভিনয় জগতে কখনো প্ল্যান করে আসিনি, সেটা ঘটনাচক্রে হয়ে গেছে”। এর সঙ্গে রোহিত আরো জানান, “এটা কমপ্লিটলি আমার কাছে অন্য একটা জগত। একটা রূপকথার পৃথিবী এটা। যেটা অনেকের কাছেই মনে হয় যারা আমরা বাইরে থেকে দেখি”।

অভিনেতাকে ইন্টারভিউতে বলতে দেখা গেল, তিনি যখন অভিনয় জগতে পা রাখেন তখন সোশ্যাল মিডিয়ার এত প্রভাব ছিল না তাই, সেই পৃথিবীটা অজানা ছিল একেবারেই। অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজেকে খুব ভাগ্যবান মনে করেছিলেন। কিন্তু একঘেয়ে কাজ বেশিদিন করতে ভালো লাগে না তাঁর। তাই নিয়েছেন এক কঠোর সিদ্ধান্ত। অভিনেতা অভিনয় ছাড়লেও, বিনোদন জগত ছাড়েনি তাঁকে। বর্তমানে আপাতত নিজের মধ্যে থাকা অভিনয় সত্তাকে ভুলে মন দিয়েছে প্রযোজনায়।

আরও পড়ুনঃ টেলিভিশন নয়, এবার নতুন ইনিংস! এবার বড়পর্দায় চমক দিতে আসছেন ‘হরগৌরী পাইস হোটেলে’র অভিনেতা রাহুল মজুমদার

বলাই বাহুল্য, ‘সিঁদুর খেলা’, ‘বয়েই গেলো’, ‘চোখের বালি’, ‘গানের ওপারে’, ‘শ্রীময়ী’ এবং আরো অনেক ধারাবাহিকে দেখা গেছে এই অভিনেতাকে। কিন্তু, অভিনয়ের থেকেও আরও বড়ো দায়িত্ব রয়েছে রোহিতের কাঁধে। রোহিত কে অভিনেতা রূপে শেষবারের মতো দেখা গেছে স্টার জলসার ‘শ্রীময়ী’ সিরিয়ালে। তবে অভিনেতা কখনোই বলেননি তিনি একেবারেই ছেড়েছেন অভিনয় বরং তিনি এই বলেই তাঁর দর্শকদের শান্ত্বনা দিয়েছেন আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি।

You cannot copy content of this page