সুখবর! ফের পর্দায় ফিরছেন ‘ওগো নিরুপমা’ খ্যাত অর্কজা আচার্য! কোন চ্যানেলে?

অর্কজা আচার্য (Arkoja Archareyya), বাংলার দর্শকদের কাছে এই নামটা খুব একটা শোনা না হলেও মুখ তাঁর অত্যন্ত পরিচিত। যদি এখন এই অভিনেত্রীকে আর সেই ভাবে দেখা যায় না টেলিভিশনের (Television) পর্দায়। তবে, অভিনয় ছাড়েননি তিনি। অভিনেত্রী হওয়ার দরুন বর্তমানে এক ভিন্ন ভূমিকায় পাঠ করতে দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে।

প্রসঙ্গত বলা যায়, অর্কজা তাঁর অভিনয় যাত্রা শুরু করে ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের হাত ধরে। তারপর, অভিনেত্রীকে মিঠাই ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রেও দেখা গেছে। টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে তাঁর কোনো বাদবিচার নেই বলে পরবর্তীকালে নিরুপমা অর্থাৎ অর্কজাকে আকাশ আট-এও অভিনয় করতে দেখা গেছে।

একবার এক ইন্টারভিউতে অভিনেত্রী বলেছিলেন “ওগো নিরুপমা শেষ হওয়ার পরেই এই industry তে যে কাজ করাটা কতটা কঠিন সেটা আমি আরো আরো বিশেষভাবে রিয়েলাইজ করি”। অর্কজা আরও বলেন, তিনি কোনদিন হিরোইন হতে চাননি। বরাবরই তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন। এই ইন্ডাস্ট্রিতে যদি কেউ অভিনয় করতে চাই তাহলে ধৈর্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, বলেছেন অভিনেত্রী।

বেশ অনেকদিন ধরেই অভিনেত্রীকে দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। এই মুহূর্তে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুললেই দেখতে পাওয়া যাবে অর্কজা রয়েছেন একটা পাঠিকার ভূমিকায়। মিরচি বাংলার ফ্রাইডে ক্লাসিক্স বাংলার বিশ্বসেরাতে ক্যাথেরিন অর্নাশ চরিত্রে পাঠ করছেন অর্কজা।

আরও পড়ুনঃ আপাতত অভিনয় থেকে বিরতি! তবে, ইন্ডাস্ট্রি থেকে দূরে নয়! এখন কি করছেন শ্রীময়ীর জাম্বো?

অভিনেত্রীর যেহেতু বরাবরের ইচ্ছে ছিল অভিনয় করার তাই তিনি নিজেকে আটকে না রেখে বিনোদন জগতের বিভিন্ন স্তরে কাজ করার সুযোগকে চাননি বলেই হয়তো আজ তিনি রয়েছেন ক্যামেরার পিছনে পাঠকের ভূমিকায়। দেখার বিষয় এখন একটাই যে, অভিনেত্রী হয়ে পর্দার সামনে ঠিক যতটা পটু অভিনয়ে ঠিক ততটাই কী দক্ষতা দেখাতে পারবে একজন পাঠিকা হয়ে?