রোশনাই অতীত! নতুন রূপে নতুন চরিত্রে ফিরছেন অনুষ্কা, বিপরীতে জলসার নামী নায়ক

বাংলা সিরিয়াল জগতে আসছে নতুন ধারাবাহিক। টলিউডের ছোট পর্দায় আবার ফিরছে টমবয় ‘বনি’ অর্থাৎ অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। অভিনেত্রীকে শেষ দেখা গেছে, রোশনাই ধারাবাহিকে। এই ধারাবাহিকে প্রথম দিন থেকেই অভিনেত্রী দর্শকদের মন জয় করে নিয়েছিল। অভিনেত্রীর পরিবর্তে শনের বিপরীতে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে পিয়াসা লেপচাকে।

কিন্তু আচমকাই মাঝপথে ব্যক্তিগত কিছু কারণের জন্য অভিনেত্রী শুটিং ছেড়ে দিয়েছিল। তবে, ওই যে ভাগ্যের লিখন! ফের অভিনেত্রী নায়িকা হওয়ার সুযোগ পেয়ে ফিরছেন ছোট পর্দায়। এই খবর পাওয়া মাত্রই দর্শকদের মুখে হাসি ফিরে এল। আবারও নতুন উদ্যম নিয়ে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক।

এই অভিনেত্রীকে প্রথম দেখা যায় স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অভিনেত্রী বিপরীতে দেখতে পাওয়া যাবে সৈয়দ আরেফিনকে। অভিনেতা আরেফিনকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার ‘যোগমায়া’ সিরিয়ালে। কিন্তু পরবর্তীকালে সেই ধারাবাহিক টিআরপির তালিকায় ভালো স্থান ধরে রাখতে পারিনি বলে কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ অনুরাগে ধামাকা পর্ব, দীপা সূর্যর সামনে নিজের পরিচয় প্রকাশ্যে আনলো রূপা!পারিবারিক পুনর্মিলনে দেখে কি সিদ্ধান্ত নেবে সোনা?

নতুন সিরিয়াল নিয়ে গুঞ্জন শোনা গেলেও এই দুই অভিনেতা-অভিনেত্রীর মুখ থেকে এখনও কিছু স্পষ্ট বক্তব্য শোনা যায়নি। বাংলা সিরিয়ালের দর্শকেরা দর্শকেরা খুব সম্ভবত এই তারকাদের প্রথম দেখতে চলেছে জুটিরূপে। শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিক সান বাংলায় আসতে চলেছে কিন্তু কবে থেকে তা টেলিকাস্ট হবে বা কোন সময় তা এখনও কিছু প্রকাশ করেনি নির্মাতারা।

You cannot copy content of this page