অবশেষে শত্রু বিনাশ করলো সুধা। টানটান উত্তেজনা চলছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। গল্পের শুরুতেই দেখা যায় শুধু হাজির হয়েছে বিয়ের মন্ডপে। মন্ডপে আসা মাত্রই সার্থকের সমস্ত কুকীর্তির কথা সবার সামনে ফাঁস করবে বলে ঠিক করে সুধা। এই সময় অশ্মি বলে ওঠে, “আর কত অন্যায় করবে তুমি, সার্থক চ্যাটার্জী তুমি ধরা পড়ে গেছো”। পরিস্থিতি বুঝতে পেরে সার্থক পালানোর পথ করতে গিয়ে সুধা এবং তেজ তাকে ধরে ফেলেএবং গারদের পাঠানোর কথা বলে। এই দেখে জিৎ বলে ওঠে, “আমি কিছু বুঝতে পারছি না”। জিৎ-এর কথা অনুযায়ী, এই বিয়েটা তেজ এবং সুধার সম্মতিতেই হচ্ছিল।
এই সময় শুধা বলে ওঠে ছোটকা তোমায় সত্যিটা জানতে হবে তোমার ছেলে এতদিন কী করছিল। তুমি যদি সত্যিটা জানতে না পারো তাহলে ক্ষতিটা অনেকের হবে”। এরপর সুধা সার্থকের কীর্তিকলাপ বলতে থাকে সকলের সামনে। সুধা সব কিছু বলতে গিয়ে প্রথমে বলে, “সার্থক প্রথমে তাকে বিয়ে করেছিল কারণ তাঁর জেঠুর বাড়িটা দখল করতে চেয়েছিল” এরপর শুধু আরও বলল যখন সার্থক জেঠুর বাড়িটা বিক্রি করতে না পেরে অনেক টাকা যোগাড় করতে পারছিল না তখন সুধাকে শারীরিকভাবে ভীষণ অত্যাচার করত।
সার্থকের পর্দা ফাঁস করে সুধা বলে, “কি সার্থক চ্যাটার্জি আমি ঠিক কথা বললাম তো?” সব শুনে সার্থক বলে এসব মিথ্যা কথা। এর পরে দেখা যায় ফ্যাক্টরি থেকে আর একজনকে নিয়ে এসেছে। তাঁকে চাপ দিতেই সে সব সত্যি কথা বলে দেয় এবং আরও বলে এই লোকটা অনেক বেশি শয়তান। এমনকি ফ্যাক্টরিতে বম্ব ব্লাস্টের পেছনে সার্থকেরই হাত ছিল সেটাও সুধা প্রমাণ করে দেয়।
এরপর এক ভিডিওর মাধ্যমে সুধা দেখিয়ে দেয় ফ্যাক্টরিতে গিয়ে কেক বিস্কুট সবকিছুর মধ্যে বিষ সার্থক বিষ মেশাচ্ছে। একের পর এক অপরাধ যখন সবার সামনে আসে তখন ঠাম্মি বলে ওঠে, “আমি আগে থেকেই জানতাম ও আর ওর মা এই পরিবারের ক্ষতি চায়। সেই জন্যই তো আমি আগেভাগে ওদেরকে এ বাড়ি থেকে বার করে দিয়েছি। কিন্তু এই অনেকের এখনো মানুষ হয়নি সেটা বোঝাই যাচ্ছে”। এইসব দেখে ইমনের মনে ভাবনা চলতে থাকে তাহলে কি তাদের আজ বিয়ে হবে না?
আরও পড়ুনঃ মাথায় চোট পেয়েই স্মৃতি ফিরলো সঞ্চিতার! ‘কথা’-র নতুন প্রোমোতে নতুন ধামাকা!
এই সময় ইমন তেজকে বলে ওঠে, “দেখো তেজ তুমি এমন করতে পারো না। তুমি আমাকে বিয়ে করবে, ব্যাস। আমি কিছু জানি না”। তেজ সেই সময় মনকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, সে তাকে বিয়ে করতে পারবে না। সকলের সামনে তেজ বলে ওঠে সে সুধাকে ভালবাসে। এই সময় তেজের থেকে জোর করে সিঁদুর পড়তে যাওয়া আচমকাই সুধা এসে তেজের হাত থেকে সিঁদুরটা পড়ে নেয়। এইসব দেখে সার্থক বলে, এই বিয়ে সে মানে না। বিয়ের মণ্ডপে নানান ঘটনা ঘটার পর পুলিশ অফিসাররা সার্থক এবং সার্থকের মাকে এরেস্ট করে নিয়ে যায়।