দিনে দিনে বাড়ছে কমলিনীর অশান্তি ! বউকে নিয়ে আলাদা সংসার পাতার সিদ্ধান্ত নিল বুবলাই, ছেলে-বৌকে কী আটকানো উচিৎ হবে কমলিনীর?

বুবলাইয়ের বিয়ের পর থেকেই কমলিনীর সংসারে দিনে দিনে অশান্তি বেড়েই চলেছে। স্টার জলসার চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, ব্রেকফাস্ট টেবিলে চলছে বিশাল অশান্তি। একদিকে রান্নাঘরে কুর্চি এবং কমলিনী রান্না করছে। আর একপাশে দাঁড়িয়ে রয়েছে বর্ষা।

এমন সময় আলাদা আলাদা রান্না করা নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হয়। বুবলাই আসতেই বাবিন তাঁকে আলাদা খাওয়া নিয়ে নানা কথা শোনাতে থাকে। বুবলাই তাকে বলে আজ তার চাকরি নেই বলে তাকে সবাই এত কথা শোনাচ্ছে। এই কথার পরিপ্রেক্ষিতে বাবিন তাকে বলে, আসলে ছোটবেলা থেকেই সে যেভাবে বড় হয়েছে সেই সবটা ভুলে গিয়ে এক লহমায় নতুন কাকুকে যেভাবে দোষারোপ করছে তাঁর জন্যই কথা শোনাচ্ছে বুবলাইকে।

 

Shinjinee Chakraborty, Rajannya Mitra, Raja Goswami, Vivaan Ghosh, Anashua Majumdar, Sudip Mukherjee, Aparajita Ghosh Das, Tollywood serial Chirosokha, টলিউড সিরিয়াল ধারাবাহিক চিরসখা, রঞ্জনা মিত্র, সুদীপ মুখার্জী অপরাজিতা ঘোষ দাস, অনুসূয়া মজুমদার

এমন সময়, বর্ষা বুবলাই কে বলে বিদেশের কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করতে সেখানে নিশ্চয়ই নতুন কাকুর কোনো হাতে নেই। এরপর বাবিন ছোটবেলার নানান স্মৃতিচারণা করে বুকাইতে সমস্ত কিছু বোঝাতে থাকে তাঁদের জীবনে নতুন কাকুর ঠিক কতটা অবদান রয়েছে।

এরপর, কমলিনী বর্ষাকে বলে যখন তার স্বামী মারা গিয়েছিল কিভাবে তিন ছেলে এবং শ্বাশুড়ি, ননদকে নিয়ে দিনের পর দিন কষ্টের সঙ্গে সংসার করেছে। এমন সময় কমলিনীর শাশুড়িও তাঁর কথাকে সমর্থন জানায়। এর মধ্যে এসে পড়ে মিঠি আর সবাইকে জিজ্ঞাসা করে আবার কি খন্ড যুদ্ধ শুরু হয়েছে?

আরও পড়ুনঃ আর কোনও দিনও বাংলা সিরিয়ালে দেখা যাবে না মানসী সিনহাকে! কেন সম্পূর্ণভাবে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

এরপর সবাই বুবলিকে কেন্দ্র করে তার বিলাসিতার কথা বড় হওয়ার সময় সবথেকে ভালো জিনিসটা তাকেই দেওয়া এইসব নিয়ে নানা বিষয়ে কথা বলতে থাকে। এমন সময়, কুর্চি বর্ষার উদ্দেশ্যে বলে এখন বুবলাইয়ে চাকরি নেই তাই সংসারের দায়িত্ব তাকে মাকে এবং বাবিনের উপরেই পড়েছে। তাই, তারা যেমন চাইবে তেমনভাবেই সংসার চলবে। এখানে আলাদা করে কারোর কিছু করা হবে না।