বাড়ির সবার সামনে ফাঁস হল বর্ষার কীর্তিকলাপ! বর্ষাকে বিয়ে করে ঠকেছে বুবলাই! সব জানার পরেও কি বুবলাই গ্রহণ করবে বর্ষাকে? কবে অশান্তি কমবে কমলিনীর সংসারে?

মিঠির সঙ্গে বর্ষার লেগেছে তুমুল ঝগড়া, আর এর জেরেই একের পর এক বর্ষার সব সত্যি প্রকাশ পাচ্ছে সবার সামনে। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, বর্ষার বিয়ের আগের প্রেমের সম্পর্ক নিয়ে অশান্তি শুরু হয়েছে বুবলাই-এর দাম্পত্য জীবনে। বুবলাই মিঠির মুখ থেকে বর্ষার সম্পর্ক বিষয়ে জানার পর থেকে সে বর্ষার সঙ্গে অশান্তি শুরু করেছে।

বুবলাই নানাভাবে বর্ষার থেকে তাঁর সেই সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলেও সে কিছুতেই কোনো কিছু বলছে না। বুবলাই ভালোভাবে তাঁকে জিজ্ঞাসা করলেও বর্ষা সম্রাটের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করছে। বর্ষা উল্টে বুবলাইকে বোঝানোর চেষ্টা করে যে ফটোটা দেখিয়েছে সেটা এডিট করা। এমন সময় বুবলাই বলে সে একজন ইঞ্জিনিয়ার, কোন ফটো এডিট করা আর নয় সেটা সে খুব ভালো করেই বোঝে। বুবলাই শেষমেষ তাকে জানিয়ে দেয়, তাঁর মা এলেও এই প্রশ্নের উত্তর বর্ষাকে দিতেই হবে।

Anashua Majumdar

এরপরেই, বাড়িতে চলে আসে বর্ষার বাপের বাড়ির লোক। এসেই তাঁরা মিঠিকে নানা প্রশ্ন করতে থাকে। তাঁরা জিজ্ঞাসা করে কেন বর্ষার নামে ভুল খবর রটাচ্ছে? এমন সময় বর্ষা এসে কাঁদতে থাকে। বুবলাই সবার সামনে ওই একই কথা বলতে থাকে। এদিকে, বর্ষার মা অনবরত তাঁকে সমর্থন করে চলে। আর বলে, মিঠি যা বলছে সে সব মিথ্যে।

এরপর, বর্ষার মা কথায় কথায় কমলীনিকে বলে নাটের গুরু, তাঁর কথাতেই নাকি আজ এতো অশান্তি হচ্ছে। এই শোনা মাত্রই মিঠি আরও রেগে যায়। এরপর, মিঠি বর্ষার ব্যাপারে আরও যা যা জানতো সবই বলতে থাকে। মিঠি বলে, বিয়ের আগে বর্ষার সম্রাটের সঙ্গে প্রেমের গভীর সম্পর্ক ছিল। এক মুহূর্তে সম্রাট তাকে ছেড়ে চলে গিয়েছে বলে সে বুবলাইকে বিয়ে করেছে। এমনকি, সম্রাটের সঙ্গে তিনরাত বাড়ির বাইরেও কাটিয়েছে। এরজন্য অনেক থানা-পুলিশও করেছে বর্ষার বাড়ির লোক।

আরও পড়ুনঃ সোনালী চুল, বিরাট নাকফুলে একেবারে নতুন রূপ মধুবনীর! ‘ডাকিনী’ কটাক্ষ শুনেই নেটপাড়াকে তুলোধনা মধুবনীর! ‘ছাপরি মার্কা সাজবেন, সোশ্যাল মিডিয়ায় সবাইকে কমেন্ট করতে বলবেন, আর নেগেটিভ কমেন্ট করলেই কটাক্ষ করবেন?’ অভিনেত্রীকে ফের কটাক্ষ নেটিজেনদের

এইসব শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। বুবলাই মিঠিকে জিজ্ঞাসা করে, সে যে এতো বড়ো কথা বলছে তাঁর কোনো প্রমাণ আছে? মিঠি বলে বর্ষা চ্যালেঞ্জ করলে সে সব প্রমাণ করে দেবে। এদিকে, বর্ষার মা অনবরত বলে যাচ্ছে কেউ যদি বিয়ের আগে বর্ষাকে পছন্দ করে তাতেই তো বর্ষার কোনো দোষ নেই। এমন সময়, কমলিনী বলে সে কখনোই চায় না বুবলাইয়ের সঙ্গে বর্ষার সম্পর্ক ভেঙে যায়।

এবার, বর্ষাকে দায়িত্ব নিতে হবে সেই যাতে বুবলাইকে বোঝায় আগামী দিনে সে এমন কোনো কাজ করবে না, বলে কমলিনী। এদিকে, বর্ষার কীর্তি কলাপের কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি ও বড়োঠাম্মি আর ছিঃ ছিঃ করতেই থাকে। ঠাম্মি বলে, বর্ষাকে আরও চাপ দিলে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে।

You cannot copy content of this page