বুবলাইয়ের তলবে বাড়িতে এসে হাজির নতুন কাকু। স্টার জলসার চিরসাখা ধারাবাহিক আজকের পর্বে দেখা যাবে, কুর্চি তার বৌদিভাইকে অনবরত খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু কমলিনীর শরীর ভালো নেই বলে কিছুতেই সে খেতে পারছে না। এমন সময় বাড়িতে বুবলাই আর বর্ষা এসে হুলুস্থূল কাণ্ড করতে শুরু করে দেয়।
বুবলাই বাড়িতে এসে সবাইকে জানাই তার নাকি চাকরি চলে গেছে। মুবলাই সবাইকে বলে তার চাকরি চলে যাওয়ার কারণ নতুন কাকু। স্বতন্ত্রর জন্যই নাকি আজ সে চাকরিহারা। এই শুনে কমলিনীর শ্বাশুড়ি বেজায় রেগে যায় এবং বলে, ‘নতুন যদি এই কাজ করে থাকে তাহলে খুব খারাপ করেছে। আমি তাকে কোনদিনও ক্ষমা করব না’। এই শুনে কমলিনী বলে, ‘এতদিন ধরে নতুন ঠাকুরপো এই বাড়িতে থাকা সত্ত্বেও আপনার মানুষটাকে এরকম মনে হয়’।
বুবলাই-এর চেঁচামেচিতে বাবিন-মিঠিও এসে হাজির হয়েছে। বুবলাই নতুন কাউকে তাঁর চাকরি চলে যাওয়ার জন্য দোষারোপ করছে বলে স্বতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলছে বাবিন ও মিঠি। ইতিমধ্যেই বাড়িতে এসে হাজির হয় স্বতন্ত্র। আর, বুবলাই-এর চাকরি চলে যাওয়ার খবর পাওয়া মাত্রই সে অবাক হয়ে ওঠে।
এরপর, নানা খারাপ কথার মাধ্যমিক সন্তানকে আক্রমণ করতে থাকে বর্ষা ও বুবলাই। বুবলাই অনবরত বলতে থাকে, সে যেহেতু এই চাকরিটা তাকে পাইয়ে দিয়েছিল তাই স্বতন্ত্রের জন্যই এই চাকরিটা চলে গেছে বলে বিশ্বাস। এই শুনে সস্ত্রন্ত নিজের পক্ষে বলে, সে কখনোই নিজের জীবনের নীতি এমন তৈরি করেনি যাতে অন্য কারোর ক্ষতি হয়। নিজেকে সফল করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে।
স্বতন্ত্র আরও বলে, সে চাইলেই বুবলাইয়ে চাকরিটা আবার ফিরে পেতে পারে কিন্তু এখন সে যাই করুক না কেন বুবলাই সবটাই ভাববে এটা নতুন কাকুর ষড়যন্ত্র। এরপর, বাবিন-মিঠিও বুবলাইকে কথা শোনাতে ছাড়ে না। স্বতন্ত্র বলে খুব ভালো হয়েছে এই সব আলোচনা সবার সামনে হয়ে যাচ্ছে। অবশেষে, স্বতন্ত্র বাড়ি যাওয়ার সময় কুর্চি তাঁকে কিছু খেতে বললেও সে জল স্পর্শ করে না।
আরও পড়ুনঃ অভিষেক কন্যার ভবিষ্যতের পথে ব্যতিক্রমী সিদ্ধান্ত! হতে হবে নায়িকা? সাইনার স্কুল ছাড়িয়ে দিলেন মা সংযুক্তা! কিন্তু কেন এমন পদক্ষেপ?
অন্যদিকে একটু একটু করে কমলিনী একটু একটু করে বাড়ির সব কাজ করার চেষ্টা করছে। কিন্তু, তাও কুর্চি তাঁকে কাজ করতে বাধা দিচ্ছে। এমন সময়, কমলিনীর শ্বাশুড়ি তাঁকে বলে নানা আচার-বিচার নিয়েও কথা বললে কুর্চি বলে এই শরীর খারাপ নিয়ে তার বৌদি ভাই কোনো কাজই করবে না।