ঝড়ের মুখোমুখি আদি-শুভ! আয়ানের সন্তানের মা হতে চলেছে মোহনা! অন্যদিকে সন্তানসম্ভবা শুভ‌ও! এবার কী শুভকে ভুলে আদি ধরবে মোহনার হাত? নতুন বিপদ কোন দিকে মোড় নেবে শুভ-আদির জীবন?

কথায় আছে, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’ এই কথাটা সাধারণত ব্যবহার করে থাকে কেউ কোনো বিপদের আশঙ্কা করলে। বর্তমানে, খানিক এমন ধরনেরই পরিস্থিতির সম্মুখীন হয়েছে রায় পরিবারের আদৃত-শুভলক্ষী।

এই মুহূর্তে, স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যাচ্ছে চরম অশান্তি। দিনে দিনে মোহনাকে নিয়ে শুভ-আদির মধ্যে অশান্তি বেড়েই চলেছে। ঝামেলা এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার আঁচ পুরো পরিবারের মধ্যে দেখা যাচ্ছে।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড,গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

এমনকি, গত এপিসোডে দেখা গেছে শুভ-মোহনা মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে ভালোবাসা নিয়ে চ্যালেঞ্জ করেছে যে, কার ভালোবাসার জোর কত? এদিকে, নিরুপায় আদৃত না পারছে স্ত্রীকে ছাড়তে না পারছে বন্ধুত্বের অপমান করতে।

এতো সবকিছুর মাঝেও নতুন করে ঝরের মুখোমুখি হতে চলেছে আদি। ইতিমধ্যেই, চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ পেয়েছে এই সিরিয়ালের নতুন প্রমো। প্রমোতে দেখা যাচ্ছে অনেক দিন পর রায় বাড়ি আনন্দে মেতে উঠেছে, পালন হচ্ছে দাদু-ঠাম্মির বিবাহবার্ষিকী।

আরও পড়ুনঃ “এতদিনের প্রার্থনা সফল হয়েছে আমার!”— মডেলিং থেকে অভিনয় সর্বত্রই শুনেছেন খোঁটা! এবার ‘চিরসখা’র খলনায়িকা বর্ষা ওরফে শিঞ্জিনী করলেন স্বপ্নপূরণ!

আর এই পারিবারিক অনুষ্ঠানের মধ্যেই ঠাম্মি সকলকে জানায় তাঁদের শুভ আবার মা হতে চলেছে। এদিকে, এমন আনন্দমুখর পরিবেশে আদিকে বারবার ফোন করতে থাকে মোহনা। বাড়ির বাইরে আদৃত এসে দেখে মোহনা বসে রয়েছে। সে কেন এসেছে? আদি জানতে চাওয়ায় বলে, সে নাকি তাঁর (আদি) সন্তানের মা হতে চলেছে। আর, এই কথাটা দূর থেকে শুনতে পায় শুভ।

এই প্রমো দেখা মাত্রই আগ্রহী হয়ে উঠেছে অনেক সিরিয়াল প্রেমীরা, আগামী দিনে কী হতে চলেছে এই জানার আগ্রহে। কিন্তু, এখন অনেকের মনে প্রশ্ন মোহনা কী আদৌ সত্যিই অন্তঃসত্ত্বা? নাকি শুভকে ভালোবাসার লড়াইয়ে হারাবে বলে এটা মোহনার নতুন চাল, কোনটা?