মোহনার সঙ্গে থাকাতেই রয়েছে স্বস্তি, বিরক্তির কারণ হলে উঠছে শুভলক্ষী! বলছে আদৃত! অচেনা আদিকে মেনে নিতে পারছে না শুভ! তবে কি এবার বদলে যাচ্ছে নায়ক নায়িকার গল্প? দু’জোড়া নায়ক-নায়িকা নিয়ে এগোবে ধারাবাহিক?

শুভলক্ষী-আদৃত, এক সময়ে এরা দুজন একে অপরকে ছেড়ে থাকা তো দূর এমনকি কিছুই ভাবতে পারত না। আর, এখন ভাগ্যের ফেরে শুভর ব্যবহারে রীতিমতো বিরক্তবোধ অনুভব করে আদৃত। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে চলছে এখন আদির স্মৃতি ফেরানোর চেষ্টা।

ভগবানের অসীম কৃপায় ঘটনাচক্রে রায় পরিবার তাঁদের ছেলেকে ফিরে পেয়েছে। সেবন্তী-শুভ তাঁদের আদিকে ফিরে পেলেও আদৃত তাঁর সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। এদিকে, মোহনা তাঁর বন্ধু আয়ান অর্থাৎ আদির প্রেমে পাগল হয়ে উঠেছে। সে কিছুতেই আয়ানের ভাবনা থামাতে পারছে না।

Grihoprobesh, Star jalsha, shubhlakshmi, subha-adrit, Akash Sen, Mr. Sen, Mohona, new episode, গৃহপ্রবেশ, স্টার জলসা, শুভলক্ষ্মী, শুভ-আদূত, আকাশ সেন, মিস্টার সেন, মোহনা, নতুন পর্ব, বাংলা সিরিয়াল

এই সিরিয়ালের গত পর্বের এক দৃশ্যে দেখা যাচ্ছে রায় পরিবারের সব ছেলে-মেয়েরা মিলে নাটক করে আদির পুরনো সব স্মৃতি ফেরাতে চাইছে। আর, এমন সময় আদৃতের কিছু মনে না পরায় বেজায় রেগে যায় শুভ’র ওপর। আদি শুভকে বলে, “আমি হাতজোড় করে বলছি রোজ রোজ আমার ওপর বিভিন্ন পরীক্ষা করা বন্ধ করুন। একবারও কি ভেবে দেখেছেন আমার ওপর দিয়ে কি যায়? আমার কেমন লাগে? আমার দিকটা ভেবে দেখেছেন কোনদিন?”

“এখন তো আমার মনে হচ্ছে আপনার সঙ্গে আসাটা আমি ভুল করলাম। এর থেকে ভালো আমি মোহনার সঙ্গে ছিলাম। অন্তত রোজ মানসিক চাপ আমার উপর সৃষ্টি হত না”। এই শুনে অবাক হয়ে যায় শুভ আর বলে, আদির স্মৃতি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে আরও অনেক কিছু হারিয়ে গেছে। এমনকি, আদি এতটা স্বার্থপর নয় যে সে শুধু নিজের কথাই ভাববে, বলল শুভ।

আরও পড়ুনঃ “এই আড়ি তো এই ভাব! ভাই-বোনের এই দুষ্টু মিষ্টি, ভালোবাসার সম্পর্ক যেন গোটা জীবন থাকে!” ছেলে মেয়ের ‘আড়ি-ভাব’ নিয়ে অন্য মাতৃত্বের গল্প শোনালেন কোয়েল!

শুভ আদৃতের ব্যবহার দেখে বলল সে এই আদিকে চেনে না। একে অপরের কাছে এখনও তাঁরা অপরিচিত। অনেক দর্শকদের মতে, ধীরে ধীরে সিরিয়ালের কাহিনী যেনো ত্রিকোণ প্রেমের গল্পের আকার ধারণ করছে। একদিকে পুরনো স্মৃতি না ফেরায় অস্থির আদৃত এবং তার পরিবার। আবার অন্যদিকে মোহনা প্রথম ভালবাসাকে না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েছে। সবটা মিলিয়ে একেবারে নাজেহাল পরিস্থিতি হয়ে উঠেছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে।