“এই আড়ি তো এই ভাব! ভাই-বোনের এই দুষ্টু মিষ্টি, ভালোবাসার সম্পর্ক যেন গোটা জীবন থাকে!” ছেলে মেয়ের ‘আড়ি-ভাব’ নিয়ে অন্য মাতৃত্বের গল্প শোনালেন কোয়েল!

টলিউডের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) গত বছর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ছেলে কবীরের পর কোয়েলের কোল আলো করে এসেছে একটি কন্যাসন্তান। যদিও শুরুতে মেয়ের মুখ বা নাম প্রকাশ্যে আনতে নারাজ ছিলেন কোয়েল এবং স্বামী নিসপাল সিং রানে। পরে বাংলা নববর্ষের দিন, সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় পরিবারের নতুন সদস্যের নাম জানান অভিনেত্রী— কাব্যেয়া।

মেয়ে কাব্যেয়া আসার আগে থেকেই নাকি কবীর একটি ছোট্ট বোনের জন্য প্রার্থনা করেছিল। কোয়েল একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, কবীর নিয়মিত পরিবারের ছবি আঁকত, যেখানে ছোট চুলওলা পোশাক পরা একটি মেয়ের ছবি ফুটে উঠত। অবশেষে যখন কাব্যেয়ার জন্ম হয়, কবীর আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কাব্যেয়াকে সে আদর করে ‘পুচকি’ নামে ডাকে, কোয়েল বলেন বর্তমানে তার ছেলে যোগ্য দাদা হয়ে ওঠার সকল চেষ্টা করছে।

সম্প্রতি যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং মৌসুমী চ্যাটার্জী অভিনীত ‘আড়ি’ ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন কোয়েল। সেখানেই নিজের ছোটবেলার স্মৃতিচারণা করে দুই সন্তান সম্পর্কে আবেগঘন মন্তব্য করলেন তিনি। কোয়েল বললেন, ছোটবেলায় “আড়ি-ভাব” ছিল তাঁদের জীবনের এক মিষ্টি অংশ, এবং তিনি চান আজকের প্রজন্মও সেই অনুভূতিটা ধরে রাখুক। মা হিসেবে কোয়েল চান তাঁর ছেলে কবীর এবং মেয়ে কাব্যেয়ার মধ্যেও যেন এই সুন্দর আবেগের সম্পর্ক তৈরি হোক।

কোয়েল হাসতে হাসতেই বলেন, বর্তমানে তাঁর ছেলে কবীরের সঙ্গেও মাঝে মাঝে আড়ি-ভাবের পরিস্থিতি তৈরি হয়। কখনও কবীর রেগে বলে, “আজ মাম্মার সঙ্গে আড়ি! অনেক বকেছে আমাকে!” আবার কখনও মজা করে মিলমিশও হয়ে যায়। মেয়ে কাব্যেয়া এখন অনেকটাই ছোট হলেও, ভবিষ্যতে তার সঙ্গেও এমনই মিষ্টি সম্পর্ক গড়ে তুলতে চান কোয়েল। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত তিনি কীভাবে উপভোগ করছেন, তা উঠে এলো তাঁর প্রতিটি কথায়।

আরও পড়ুনঃ জ্যোতিষী হয়ত নিজেও জানেনা তার ভাগ্যে কী আছে! আমি জ্যোতিষে নয় কর্মে বিশ্বাসী, কর্ম করলে তবেই সাফল্য আসবে! অকপট শুভাশিস মুখোপাধ্যায়

বর্তমানে কোয়েল এখন বড় পর্দা থেকে দূরে থাকলেও তাঁর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন করে পর্দায় ফেরার। শোনা যাচ্ছে অভিনেত্রীর আবার ফিরছেন ‘মিতিন মাসি’র হাত ধরে। কোয়েল জানিয়েছেন, তিনি এখন মাতৃত্বের দিনগুলো উপভোগ করতে ব্যস্ত, আর পরিবারের দুই খুদে সদস্য নিয়েই দিন কাটছে তাঁর। কোয়েল মল্লিকের মত অভিনেত্রী ও গৃহিনী অনেকের কাছেই আদর্শ ব্যক্তিত্ব উপমা। আপাতত ছোট্ট কাব্যেয়ার প্রথম ঝলক দেখার জন্য উৎসাহী সকলেই।